You will be redirected to an external website

World Cup : বিরাট খেলেন ছোলে-ভাটুরে, রোহিতের জন্য বড়া পাও,কী কী ছিল বিশ্বজয়ীদের মেনুতে

World-Cup-:-বিরাট-খেলেন-ছোলে-ভাটুরে,-রোহিতের-জন্য-বড়া-পাও,কী-কী-ছিল-বিশ্বজয়ীদের-মেনুতে

বিরাট খেলেন ছোলে-ভাটুরে, রোহিতের জন্য বড়া পাও

ঘূর্ণিঝড়ের জন্য বার্বাডোজ়ে আটকে থাকার পরে অবশেষে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। বৃহস্পতিবার সকালে দিল্লিতে নেমে হোটেলে যায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল। সেখানে প্রাতরাশের বন্দোবস্ত ছিল।

হোটেল সূত্রে খবর, বিরাট কোহলির জন্য ছিল অমৃতসরি ধাঁচের ছোলে-ভাটুরে। এই খাবার বিরাটের খুব প্রিয়। নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, ক্রিকেটার হওয়ার পরে ডায়েটের কথা ভেবে এই খাবার তাঁকে বাদ দিতে হয়েছে। কিন্তু সুযোগ পেলে মাঝেমাঝে খান তিনি। ম্যাচ চলাকালীনও বিরাটকে ছোলে-ভাটুরে খেতে দেখা গিয়েছে। সেই কারণে তাঁর জন্য এই বিশেষ খাবার ছিল।

মুম্বইকর রোহিত শর্মা খেতে ভালবাসেন বড়া পাও। তাঁর জন্য বড়া পাও রাখা হয়েছিল মেনুতে। এ ছাড়া নান খাটাই, সিনামন সুগার পামেইর, চারোলি ও পাপরিকা চিজ় টুইস্ট ছিল প্রাতরাশের মেনুতে। ক্রিকেটারদের ঘরে ব্যাট, বল, উইকেট ও পিচের আকারের ছোট ছোট চকোলেট রাখা হয়েছিল।

কিছু ক্ষণ হোটেলে থেকে তার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান ক্রিকেটারেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা। সেখানে ১ ঘণ্টার বেশি সময় ছিলেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে সরাসরি দিল্লি বিমানবন্দরে যান রোহিত, বিরাটেরা। মুম্বইয়ের বিমান ধরেন তাঁরা। মুম্বইয়ে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-vs-Zimbabwe:-১৩-রানে-হারের-বদলা-১০০-রানে-জিতে!--দ্বিতীয়-ম্যাচে-জয়ে-ফিরল-ভারত Read Next

India vs Zimbabwe: ১৩ রানে হারের বদল...