You will be redirected to an external website

Virat Kohli: দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই আরও এক মাইলফলক ছোঁবেন বিরাট

Virat-Kohli:-দ্বিতীয়-টেস্টে-মাঠে-নামলেই-আরও-এক-মাইলফলক-ছোঁবেন-বিরাট

মাঠে নামলেই আরও এক মাইলফলক ছোঁবেন বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে মাত্র তিন জন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। বিরাট সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। প্রথম টেস্ট জেতার সঙ্গে সঙ্গে যদিও একটি মাইলফলক ছোঁয়া হয়ে গিয়েছিল বিরাটের। 

ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় স্থানে ধোনি। তিনি ৫৩৫টি ম্যাচ খেলেছিলেন। রাহুল দ্রাবিড় খেলেছিলেন ৫০৪টি ম্যাচ। বিরাট এখনও পর্যন্ত ৪৯৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১১০টি টেস্ট, ২৭৪টি এক দিনের ম্যাচ এবং ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০ অগস্ট থেকে শুরু হতে চলা টেস্ট খেলতে নামলেই ৫০০টি ম্যাচ খেলা হয়ে যাবে ভারতের প্রাক্তন অধিনায়কের।

ভারতের হয়ে সব থেকে বেশি ম্যাচ জেতার তালিকায় বিরাট রয়েছেন দ্বিতীয় স্থানে। বিরাট যে ৪৯৯টি ম্যাচ খেলেছেন তার মধ্যে ২৯৬টি ম্যাচ ভারত জিতেছে। টপকে গিয়েছেন ২৯৫টি ম্যাচ জেতা ধোনিকে। বিরাটের সামনে এখন শুধুই সচিন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-Vs-West-Indies:-৫০০তম-ম্যাচে-শতরানের-পথে-বিরাট,ব্যাটে-প্রথম-দিন-২৮৮-রান-করল-ভারত Read Next

India Vs West Indies: ৫০০তম ম্যাচে শত...