You will be redirected to an external website

IPL 2023: জয়ের নায়ক রিঙ্কুকে নিয়ে হোটেলে ফিরে কী করলেন নাইটরা, প্রকাশ্যে ভিডিয়ো

IPL-2023:-জয়ের-নায়ক-রিঙ্কুকে-নিয়ে-হোটেলে-ফিরে-কী-করলেন-নাইটরা,-প্রকাশ্যে-ভিডিয়ো

জয়ের পর মাঠে উৎসব নাইটদের

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলেও চলল উৎসবের পর্ব। আমদাবাদের হোটেলের কর্মী এবং হোটেলে থাকা কেকেআরের সদস্যরা স্বাগত জানান নীতীশ রানাদের। দলের বাস পৌঁছানোর আগেই উৎসবের আয়োজন সেরে রাখা হয়েছিল।

কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত ক্রিকেটারদের নিয়ে হোটেলে ঢুকতেই সকলে করতালি দিয়ে তাঁদের স্বাগত জানান। হোটেলের উপরের তল থেকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয় বেগনি বেলুন। তৈরি ছিল দলের অন্যতম স্পনসর সংস্থার পাঠানো বিশেষ কেক। ছিল শ্যাম্পেনও। হোটেলে থাকা দলের সদস্যদের সঙ্গে একে একে সকলে হাত মেলান। একে অন্যকে জড়িয়ে ধরেন। রিঙ্কু সিংহ ঢুকতেই উচ্ছ্বাসের ফেটে পড়েন সকলে।

জয়ের নায়ক রিঙ্কুই কাটেন কেক। তাঁর মাথায়, মুখে ক্রিম মাখিয়ে দেওয়া হয়। শ্যাম্পেন দিয়ে প্রায় স্নান করিয়ে দেওয়া হয় বাঁহাতি ব্যাটারকে। দলের সদস্যদের ভালবাসার অত্যাচার হাসি মুখেই সহ্য করেন রিঙ্কু। হোটেলের লবিতে একপ্রস্থ উৎসব পালনের পর নিজেদের ঘরে যান নাইটরা। গোটা উৎসবের ভিডিয়ো সমাজমাধ্যমে সমর্থক, ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:নবম-বনাম-দশমের-লড়াই!-মুম্বইয়ের-বিরুদ্ধে-কি-শেষ-হাসি-হাসবেন-সৌরভরা? Read Next

IPL 2023:নবম বনাম দশমের লড়াই! ...