You will be redirected to an external website

খেলতে গেলে কী থাকে কোহলির সঙ্গে? জানাল ফাঁস হওয়া ২৭ সেকেন্ডের ভিডিয়ো

খেলতে-গেলে-কী-থাকে-কোহলির-সঙ্গে?-জানাল-ফাঁস-হওয়া-২৭-সেকেন্ডের-ভিডিয়ো

খেলতে গেলে কী থাকে কোহলির সঙ্গে?

বিরাট কোহলি বিরক্ত। আতঙ্কিতও। তাঁর হোটেলের ঘরের ভিডিয়ো প্রকাশ্যে চলে আসা মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। এ ভাবে এক জন খেলোয়াড়ের গোপনীয়তা নষ্ট হওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। কোহলির ঘরের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে কী কী দেখা যাচ্ছে? কী কী রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের ঘরে?

ইনস্টাগ্রামে কোহলির ঘরের ২৭ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে, তাঁর ঘরের টেবিল। সেখানে রাখা চশমা, টুপি, ডায়েরি, পেন। একটি তোয়ালের উপর পেপারওয়েট রাখা আছে। টেবিলের এক পাশে রাখা ল্যান্ডফোন। একটি হাতঘড়িও রয়েছে সেখানে। তার পরেই দেখা যাচ্ছে কোহলির বিছানা। সাদা চাদর বিছানো সেখানে। এর পরেই ক্যামেরা ঘোরানো হয়েছে মেঝের দিকে। পাশাপাশি সাত জোড়া জুতো রাখা রয়েছে। জুতোর পাশে রাখা একটি ট্রলি ব্যাগ। তার মধ্যে জামা-কাপড় রয়েছে। কোহলির ড্রেসিং টেবিলের ভিডিয়োও দেখা যাচ্ছে সেখানে। তার উপর বেশ কয়েকটি প্রসাধনী সামগ্রী রাখা। সঙ্গে দু’টি কাচের গ্লাসও রয়েছে। ড্রেসিং টেবিলের পাশে আরও একটি ট্রলি ব্যাগ রাখা আছে। তার মধ্যেও জামা-কাপড় রাখা। কোহলির ঘরের আলমারির ভিতরে রাখা ইস্ত্রিও দেখা গিয়েছে ভিডিয়োতে।

এই ঘটনায় বিরক্ত ও আতঙ্কিত কোহলি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‘আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিয়ো দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনিয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’’

এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘‘এই ধরনের ভালবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বিরাট-হাতে-বাংলাদেশ-জয়,৫-রানে-হার-শাকিবদের Read Next

বিরাট-হাতে বাংলাদেশ জয়,৫ ...