You will be redirected to an external website

সোমবার আইপিএল ফাইনাল কি হবে,কী বলছে হাওয়া অফিস?

সোমবার-আইপিএল-ফাইনাল-কি-হবে,কী-বলছে-হাওয়া-অফিস?

সোমবার আইপিএল ফাইনাল কি হবে

গুজরাত টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ হওয়ার কথা সোমবার। আবহাওয়ার কথা মাথায় রেখে আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন আগেই নির্দিষ্ট করে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আমদাবাদে রবিবারের বৃষ্টি চিন্তায় রেখেছে বোর্ড কর্তাদের। সোমবার কি সুষ্ঠু ভাবে আয়োজন করা যাবে আইপিএল ফাইনাল? নাকি অতিরিক্ত দিনেও জলে ভিজবে সব আয়োজন? এটাই এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং ক্রিকেটপ্রেমীদের কাছে সব থেকে বড় প্রশ্ন। কেমন থাকবে সোমবার বিকালের পর আমদাবাদের আবহাওয়া, তা জানতে ভরসা আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, সোমবারও আমদাবাদে বৃষ্টি হবে। স্বস্তির খবর, সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাতে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও সোমবার সকালে আমদাবাদে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আবহবিদদের আশ্বাস দিনের দ্বিতীয় অংশে মেঘ মুক্ত হতে শুরু করবে আকাশ। এ দিন সকাল ৭টায় আমদাবাদের আকাশের ৭০ শতাংশ ছিল মেঘে ঢাকা। পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল শুরুর সময় অর্থাৎ সন্ধ্যা ৭.৩০ মিনিটে আকাশের ৫০ শতাংশ মেঘে ঢাকা থাকতে পারে। সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কম। রাত বৃদ্ধির সঙ্গে মেঘমুক্ত হবে আমদাবাদ। উন্নতি হবে আবহাওয়ার।

ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে চান। ২২ গজের লড়াইয়ের মাধ্যমে আইপিএল চ্যাম্পিয়ন নির্ধারিত হোক। তাঁদের সেই আশায় জল ঢেলেছিল আমদাবাদের রবিবারের আবহাওয়া।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

আজও-যদি-বৃষ্টিতে-ধুয়ে-যায়-ফাইনাল…-চ্যাম্পিয়ন-হবে-কোন-দল? Read Next

আজও যদি বৃষ্টিতে ধুয়ে যা...