You will be redirected to an external website

World Cup 2023: কবে থেকে মিলবে বিশ্বকাপের টিকিট?সুখবর দিতে চলেছে আইসিসি

World-Cup-2023:-কবে-থেকে-মিলবে-বিশ্বকাপের-টিকিট?সুখবর-দিতে-চলেছে-আইসিসি

কবে থেকে মিলবে বিশ্বকাপের টিকিট?

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০১১ সালের পর আবার দেশের মাটিতে বসবে মেগা টুর্নামেন্টের আসর। সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। আপাতত তাঁদের একটাই প্রশ্ন, বিশ্বকাপ দেখার টিকিট কবে মিলবে?

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। ১৫ অক্টোবর এই মাঠেই হবে ভারত-পাক  মহারণও। এছাড়াও ভারতের ন’টি কেন্দ্রে গ্রুপ পর্যায়ের ৯টি ম্যাচ খেলবে মেন ইন ব্লু। ঘরের মাঠে রোহিত ব্রিগেডের খেলা দেখতে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেকথা বলাই বাহুল্য। 

দুর্গাপুজোর পরেই কলকাতায় জাঁকিয়ে বসবে ক্রিকেট উৎসব। সূত্রের খবর, জুলাই মাস থেকেই মিলতে পারে বিশ্বকাপের টিকিট। আগামী সপ্তাহ থেকেই বিশ্বকাপের টিকিট ছাড়া শুরু করবে আইসিসি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টিকিট কাটার পুরো প্রক্রিয়াকেই ডিজিটাল করতে চাইছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। ফলে ঘরে বসেই পছন্দমতো টিকিট কেটে নেওয়া যাবে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Sunil-Chhetri:-জাতীয়-দল-থেকে-অবসর-নিয়ে-মুখ-খুললেন-সুনীল-ছেত্রী Read Next

Sunil Chhetri: জাতীয় দল থেকে অবসর ...