ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে নেই কেন রিঙ্কু?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দলে নেই রিঙ্কু সিং। আইপিএলে নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন তিনি। তবুও জাতীয় দলের দরজা খোলেনি রিঙ্কুর জন্য।
ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া দলগঠন প্রসঙ্গে বলছেন, তিলক ভার্মা নিজের পছন্দের তিন নম্বর পজিশনে ব্যাট করার সুযোগ হয়তো পাবেন না। কারণ ওই পজিশনে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে ভারতীয় দলে। তবে ছ’ নম্বরে নেমে ম্যাচ ফিনিশ করার জন্য যদি কারওর কথা ভাবা হত, তাহলে তিনি রিঙ্কু সিং।
আইপিএলে নেমে রিঙ্কু সিং রীতিমতো চমকে দিয়েছেন। শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন তিনি। তবুও তাঁর কথা মনে রাখলেন না নির্বাচকরা। আকাশ চোপড়াকে বলতে শোনা গিয়েছে, ”মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া রয়েছে। আমার মনে হয় না তিলক ভার্মাকে তিন নম্বরে খেলানো হবে। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান তিন নম্বরে খেলার জন্য যথেষ্ট উপযুক্ত। আইপিএলে তিলক ভার্মা উপরের দিকে ব্যাট করে সফল হয়েছে। হার্দিক পান্ডিয়ার পরে ব্যাট করার জন্য যদি কাউকে ভাবা হত সেক্ষেত্রে রিঙ্কু সিং সঠিক পছন্দ ছিল।”