You will be redirected to an external website

MS Dhoni: ধোনিকে পরের আইপিএলে কি দেখা যাবে?ইঙ্গিত দিলেন মাহি

MS-Dhoni:-ধোনিকে-পরের-আইপিএলে-কি-দেখা-যাবে?ইঙ্গিত-দিলেন-মাহি

ধোনিকে পরের আইপিএলে কি দেখা যাবে

এক অনুষ্ঠানে মহেন্দ্র সিংহ ধোনিকে প্রাক্তন ক্রিকেটার বলে সম্বোধন করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ভুল শুধরে দিলেন ধোনি। ভারতের অন্যতম সফল অধিনায়কের উত্তরে সমর্থকেদের আশা, আগামী আইপিএলেও খেলতে দেখা যাবে ধোনিকে। 

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে যখন প্রাক্তন ক্রিকেটার বলে সম্বোধন করেন, তখন ধোনি বলেন, “আমি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন যে, আরও ক্রিকেট খেলবেন। ধোনি এখন আইপিএল ছাড়া অন্য কোনও প্রতিযোগিতায় খেলেন না।

গত বছর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আইপিএল জেতান ধোনি। ২০১৯ সালের বিশ্বকাপে শেষ বার তাঁকে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল। পরের বছর সমাজমাধ্যমে ঘোষণা করেন যে, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। যদিও আইপিএল থেকে অবসর নেননি তিনি। ২০২২ সালে আইপিএল সব মাঠে খেলা হয়নি। সেই প্রতিযোগিতার পর মনে করা হয়েছিল যে, সেটাই হয়তো তাঁর শেষ আইপিএল। কিন্তু ধোনি চেন্নাইয়ের মাটিতে খেলতে চেয়েছিলেন। সারা দেশ ঘুরে খেলতে চেয়েছিলেন। ২০২৩ সালে সেটা হয় এবং ধোনি আইপিএলও জেতেন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-রবিবার-জিতলেই-কি-বিশ্বকাপের-সেমিফাইনালে-রোহিতেরা?পয়েন্ট-তালিকার-লড়াই-কী-বলছে? Read Next

World Cup 2023: রবিবার জিতলেই কি ব...