You will be redirected to an external website

ধোনি কি সামনের বছরও আইপিএলে খেলবেন?জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ধোনি-কি-সামনের-বছরও-আইপিএলে-খেলবেন?জানিয়ে-দিল-চেন্নাই-সুপার-কিংস

ধোনি কি সামনের বছরও আইপিএলে খেলবেন

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পরে ধোনির অবসরের আশঙ্কা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলল সিএসকে। একটি ভিডিয়োবার্তায় চেন্নাইয়ের জার্সিতে ধোনির ভবিষ্যৎ জানালেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

সিএসকের তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে বিশ্বনাথন বলেছেন, ‘‘আমরা বিশ্বাস করি যে ধোনি পরের মরসুমেও আমাদের হয়ে খেলবে। আমরা আশা করছি সমর্থকেরা যে ভাবে এত দিন আমাদের ভালবাসা দিয়েছেন সে ভাবেই আগামী দিনে দেবেন।’’

বিশ্বনাথনের এই বার্তা থেকে পরিষ্কার, আগামী মরসুমেও তাঁরা চাইছেন যে ধোনি হলুদ জার্সিতেই খেলুক। কিন্তু ধোনি কত দিন খেলবেন সেটি তিনিই ঠিক করবেন। এ বারের আইপিএলের মাঝেই তিনি বলেছেন যে কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তিনি। তবে কত দিন তিনি খেলবেন সে বিষয়ে কিছু জানাননি সিএসকে অধিনায়ক।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

রোহিত,-কোহলিকে-টি-টোয়েন্টি-বিশ্বকাপ-থেকে-বাদ-দিয়েই-ভারতীয়-দল-গড়ার-ডাক-দিলেন-রবি-শাস্ত্রী Read Next

রোহিত, কোহলিকে টি-টোয়েন্...