You will be redirected to an external website

আজ মুম্বইয়ের মরণ-বাঁচন ম্যাচ,প্লে অফের টিকিট কি পাবে মুম্বই?

আজ-মুম্বইয়ের-মরণ-বাঁচন-ম্যাচ,প্লে-অফের-টিকিট-কি-পাবে-মুম্বই?

প্লে অফের টিকিট কি পাবে মুম্বই

গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই তিন দল প্লে অফে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। প্রথম চারে থেকে প্লে অফ নিশ্চিত করতে পারবে আর একটি মাত্র দল। রবিবাসরীয় লড়াইয়ে এই চার নম্বরে জায়গা পেতে পারে দু’টি দল। একটি হল ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও আর একটি হল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স  অঙ্কে রয়েছে রাজস্থান রয়্যালসও। আরসিবি ও মুম্বইয়ের পয়েন্ট এখন ১৪। আজ দু’টি দলই প্লে অফের টিকিটের জন্য লড়াই করবে। তবে প্রতিপক্ষ হিসেবে নয়। কারণ, দিনের প্রথম ম্যাচে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে রোহিতের মুম্বই। আরসিবি ও মুম্বইয়ের পয়েন্ট একই হলেও নেটরানরেটে MI পল্টনের থেকে এগিয়ে বিরাট কোহলিরা। তাই আজ মুম্বইকে শুধু জিতলে হবে না। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। 

গুজরাটের বিরুদ্ধে আরসিবি হেরে গেলে আর মুম্বই হায়দরাবাদের বিরুদ্ধে জিতলে রোহিতরা প্লে অফে পৌঁছে যাবে। আর আরসিবি ও মুম্বই দুটি দলই হেরে গেলে রাজস্থানের প্লে অফে ওঠার একটি সম্ভাবনা থাকবে।

প্রসঙ্গত, মুম্বই শেষ ম্যাচে লখনউয়ের কাছে ৫ রানের ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে গেলে এত কঠিন অঙ্কে থাকতে হত না রোহিতের দলকে। অপরদিকে নিজামের শহরের দলের হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি হেনরিখ ক্লাসেনের। কিং কোহলির সেঞ্চুরিতে ভর করে সেই ম্যাচ জিতেছিল আরসিবি। হায়দরাবাদের হারানোর কিছু নেই। দ্বিতীয় দল হিসেবে হায়দরাবাদ বহু আগেই প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল। তাই শেষ ম্যাচে জিতে মরসুম শেষ করতে চাইবে অরেঞ্জ আর্মি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বিরাট-গম্ভীর-লড়াই-আর-নয়,-প্লে-অফে-ধোনি,-হার্দিকদের-সঙ্গে-জায়গা-করলেন-রোহিতরা Read Next

বিরাট-গম্ভীর লড়াই আর নয়,...