You will be redirected to an external website

World Cup 2023: ভারতের সেমিফাইনালে ওঠা প্রায় পাকা,হার্দিককে কি রোহিতেরা পাবেন সেমিফাইনালে

World-Cup-2023:-ভারতের-সেমিফাইনালে-ওঠা-প্রায়-পাকা,হার্দিককে-কি-রোহিতেরা-পাবেন-সেমিফাইনালে

হার্দিককে কি রোহিতেরা পাবেন সেমিফাইনালে

সেমিফাইনালের আগে পাওয়া যাবে না ভারতীয় অলরাউন্ডারকে। ভারতের সেমিফাইনালে ওঠা প্রায় পাকা। যদি সেমিফাইনালে হার্দিক ফেরেন, তা হলে কাকে বাইরে বসতে হবে? আবার কি মহম্মদ শামির উপরেই কোপ পড়বে?

হার্দিক চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দু’জন ক্রিকেটার। সূর্যকুমার যাদব ও শামি। অর্থাৎ, এক জন অলরাউন্ডারের বদলে এক ব্যাটার ও এক বোলার নেওয়া হয়েছিল। বাদ পড়েছিলেন দলের আর এক অলরাউন্ডার শার্দূল ঠাকুর। সূর্য দু’টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে রান করেছেন। কিন্তু শামি রয়েছেন বিধ্বংসী ফর্মে। তাই তাঁকে বাদ দেওয়া সহজ হবে না।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৫ উইকেট নিয়েছেন শামি। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৪ উইকেট। অর্থাৎ, দু’টি ম্যাচে ৯ উইকেট। ভারতের পেস আক্রমণের মধ্যে মহম্মদ সিরাজ খুব একটা ভাল ফর্মে নেই। রান দিচ্ছেন। পাওয়ার প্লে-তে উইকেট নিতে পারছেন না। ফলে যশপ্রীত বুমরার সঙ্গে পেস আক্রমণ সামলাচ্ছেন শামি। সিরাজের ফর্মের অভাব ঢাকছেন। শামি যে ফর্মে রয়েছেন তাতে তাঁকে বসালে নিজেদের পায়ে কুড়ুল মারবেন রোহিতেরা।

হার্দিক দলে ঢোকার অর্থ, এক জন অতিরিক্ত ব্যাটার ও বোলার আসা। এখন ভারত পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলাচ্ছে। অর্থাৎ, হার্দিক ঢুকলে অতিরিক্ত এক বোলারের বিকল্প হাতে পাবেন রোহিত। আবার এক জন অতিরিক্ত ব্যাটারও পাবেন তিনি। সে ক্ষেত্রে শ্রেয়স আয়ার বা সূর্যের মধ্যে কাউকে বসতে হতে পারে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বিশ্বকাপের-মঞ্চে-ভারতীয়-হিসাবে-সব-থেকে-বেশি-উইকেট-নেওয়ার-রেকর্ড-গড়লেন-মহম্মদ-শামি Read Next

বিশ্বকাপের মঞ্চে ভারতীয়...