ভারতের বিরুদ্ধে কি খেলবেন শাকিব
বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছেন শাকিব আল হাসানেরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে।
রোহিত শর্মাদের কাছে হারলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হবে বাংলাদেশের। লিগ পর্বের বাকি সব ম্যাচ তাঁদের জিততেই হবে। না পারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ম্যাচের ফলাফলের দিকে। বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশ শিবির একাধিক কারণে চাপে রয়েছে। প্রথমত অধিনায়ক শাকিবের চোট। সোমবার পর্যন্ত অনুশীলন করেননি তিনি। শাকিব অবশ্য ভারতের বিরুদ্ধে মাঠে নামতে মরিয়া। দ্বিতীয়ত লিটন দাস। উইকেটরক্ষক-ব্যাটার ফর্মে নেই। রান পাচ্ছেন না। ওপেন করতে নেমে প্রতি ম্যাচে দলকে শুরুতে চাপে ফেলে দিচ্ছেন। তার উপর পুণের হোটেল থেকে বাংলাদেশের সাংবাদিকদের বের করে দিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দুঃখপ্রকাশ করতে হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও।
ভারতের বিরুদ্ধে খেলতে মরিয়া তিনি। খুব অসুবিধা না হলে মাঠে নামবেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাট করতে তেমন সমস্যা হচ্ছে না তাঁর। দৌড়নোর ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। বাংলাদেশ দলের ভারসাম্যের ক্ষেত্রেও শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ।