You will be redirected to an external website

Shubman Gill: পাকিস্তান ম্যাচে কি শুভমন খেলবেন? জানিয়ে দিলেন রোহিত

Shubman-Gill:-পাকিস্তান-ম্যাচে-কি-শুভমন-খেলবেন?-জানিয়ে-দিলেন-রোহিত

পাকিস্তান ম্যাচে কি শুভমন খেলবেন?

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন। শুভমন গিলকে কি পাওয়া যাবে? তিনি কি খেলতে পারবেন? খেলার ১৯ ঘণ্টা আগে তার জবাব দিয়ে দিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানিয়েছেন, শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব। 

দিল্লি থেকে ভারতীয় দলে আমদাবাদে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ডেঙ্গি আক্রান্ত শুভমন। বৃহস্পতিবার সকালে অনুশীলনও করেন তিনি। তার পরেই শুভমনের খেলার সম্ভাবনা বাড়ে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিলেন রোহিত।

আমদাবাদে শুভমনের রেকর্ড নজরকাড়া। আইপিএল ও দেশের হয়ে ভাল খেলেছেন তিনি। তাই পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে শুভমনকে চাইছিলেন রোহিতেরা। শেষ পর্যন্ত হয়তো সেটাই হতে চলেছে। শুভমন খেললে ম্যাচের আগে থেকেই চাপ বাড়বে পাকিস্তানের উপর।

আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন রোহিত। নিজের ফর্ম নিয়ে খুশি ভারত অধিনায়ক। পাকিস্তানের আগেও তিনি পুরো তৈরি হয়ে নামবেন বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘‘আমার কাছে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচের আগে নিজেকে ভাল করে তৈরি করি। কারণ, প্রতিটা ম্যাচে আলাদা আলাদা চ্যালেঞ্চ। অতীত নিয়ে বিশেষ ভাবি না। 

ভারত-পাকিস্তান ম্যাচের অনেক আগে থেকেই বাড়ছে উন্মাদনা। সমাজমাধ্যমে লড়াই চলছে দু’দলের সমর্থকদের। তিনি এ সব নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘৯ মাস ধরে সমাজমাধ্যম দেখিনি। যে যার মতো বলতেই পারে। আসল খেলা হয় মাঠে। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

ভারত-পাকিস্তান-ম্যাচের-আগে-পারফর্ম-করছেন-অরিজিৎ,টিভিতে-দেখা-গেল-না-পারফরম্যান্স Read Next

ভারত-পাকিস্তান ম্যাচের ...