You will be redirected to an external website

৫৯ রানে শেষ রাজস্থান,যশস্বীরা মুখ থুবড়ে পড়লেন কোহলিদের সামনে

৫৯-রানে-শেষ-রাজস্থান,যশস্বীরা-মুখ-থুবড়ে-পড়লেন-কোহলিদের-সামনে

যশস্বীরা মুখ থুবড়ে পড়লেন কোহলিদের সামনে

ঘরের মাঠে আরসিবির কাছে মুখ থুবড়ে পড়ল তারা। ৫৯ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। আরসিবির কাছে হারল ১১২ রানে। আগের ম্যাচে কলকাতাকে হারিয়ে যে রান রেট সংগ্রহ করেছিল তারা, সবই ভেস্তে গেল। রাজস্থানের সব ব্যাটারই ব্যর্থ হলেন আরসিবির বোলারদের সামনে। প্রথমে ব্যাট করে ১৭১-৭ তুলেছিল আরসিবি। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল আরসিবি। রাজস্থান একই ম্যাচে একই পয়েন্ট নিয়ে নেমে গেল ছয়ে।

প্রথম ব্যাট করতে নামে আরসিবি। আইপিএলের শেষ প্রান্তে চলে এসেও তাদের ব্যাটিং ব্যর্থতার ছবিটা পাল্টায়নি। গোটা প্রতিযোগিতা ধরে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল দলের বেশির ভাগ রান তুলেছেন। রবিবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও এঁদের দু’জনই রান করলেন। বাকিরা সবাই ব্যর্থ।

কোহলি অবশ্য বেশি রান করতে পারেননি। শুরুটা ভালই করেছিলেন। ডুপ্লেসির সঙ্গে জুটি বেঁধে ৫০ রান তুলে দেন প্রথম উইকেটে। কিন্তু নিজে ১৮ রানের বেশি করতে পারেননি। কেএম আসিফ মিডল এবং লেগ স্টাম্পের মাঝামাঝি বল করেছিলেন। কোহলি বলটি বুঝতেই পারেননি। ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। একস্ট্রা কভারে ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল।

এর পরে আরসিবির ইনিংস টানতে থাকেন ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েল। প্রতিটি ম্যাচেই ডুপ্লেসির ব্যাট থেকে রান পাওয়া যাচ্ছে। এ দিনও ৪৪ বলে ৫৫ রান করে গেলেন তিনি। তবে একটু বেশিই মারকুটে ছিলেন ম্যাক্সওয়েল। ৩৩ বলে তাঁর ৫৪ রানে মেরেছেন ৫টি চার এবং ৩টি ছয়।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

ধোনি-কি-সামনের-বছরও-আইপিএলে-খেলবেন?জানিয়ে-দিল-চেন্নাই-সুপার-কিংস Read Next

ধোনি কি সামনের বছরও আইপি...