You will be redirected to an external website

Yashasvi Jaiswal: চতুর্থ টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল

Yashasvi-Jaiswal:-চতুর্থ-টি-টোয়েন্টিতে-ম্যাচের-সেরা-হয়েছেন-যশস্বী-জয়সওয়াল

ম্যাচের সেরাও হয়েছেন যশস্বী জয়সওয়াল

রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত টিকে থেকেছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৮৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ়ের পেসারদের বিরুদ্ধে কী ভাবে এত সাবলীল ভাবে খেললেন?

যশস্বী বলেন, ‘‘জেসন হোল্ডার এবং ওবেড ম্যাকয়ের বিরুদ্ধে আইপিএলে অনেক খেলেছি। নেটে ওদের বিরুদ্ধে খেলার সুবিধা পেয়েছি। সত্যি বলতে, আইপিএল অনেকটাই সাহায্য করেছে।’’ আইপিএলের হোল্ডার ও ম্যাকয় রাজস্থানের হয়ে খেলেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ হলেও পরিণত ব্যাটারের মতো খেলছেন যশস্বী। ব্যাট করার সময় কী মানসিকতা থাকে তাঁর? এই প্রশ্নের জবাবে যশস্বী বলেন, ‘‘আমি যখনই ব্যাট করতে নামি, দলের কথা ভাবি। যে পরিস্থিতিতে যে ভাবে ব্যাট করা উচিত সেটাই করি। তবে আমার লক্ষ্য থাকে রান করা। চেষ্টা করি, পাওয়ার প্লে-র মধ্যে যতটা সম্ভব বেশি রান করতে। এই ম্যাচেও সেটাই করেছি।’’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Rohit-Sharma-:-এশিয়া-কাপের-আগে-সপরিবারে-তিরুপতি-দর্শনে-রোহিত Read Next

Rohit Sharma : এশিয়া কাপের আগে সপ...