টেস্ট টিমে পা রাখলেন যশস্বী-মুকেশ
ওভালে বিশ্ব টেস্ট ফাইনাল হারার পর প্রশ্ন একটাই ছিল, কেন পারফর্ম করা ক্রিকেটাররা টিমে সুযোগ পাচ্ছেন না? এই পারফর্ম করা ক্রিকেটার হিসেবে তুলে ধরা হচ্ছিল এক ঝাঁক তরুণের নাম। যাঁরা ঘরোয়া ক্রিকেটে রান করেছেন, মাতিয়েছেন আইপিএল। বলা হচ্ছিল, ক্যারিবিয়ান সফর থেকে এক নতুন প্রজন্মের ভারতীয় টিমের পথচলা শুরু হবে। তা-ই কার্যত হতে চলেছে। ভারতীয় টেস্ট টিম তৈরি হল নতুন পুরনো ক্রিকেটার মিলিয়ে। বলা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তা তো হলই না, প্রথম সারির সমস্ত ক্রিকেটারই থাকলেন টেস্ট টিমে। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়লেন চেতেশ্বর পূজারা।
আইপিএলে ভালো পারফর্ম করলে যে টেস্ট টিমের দরজা খুলে যায় তার উদাহরণ এর আগেও দেখা গিয়েছে। সেই পথেই আরও একবার হাঁটল বোর্ড। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়রা সদ্য শেষ হওয়া আইপিএলে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। বিরাট-রোহিতদের বয়স বাড়ছে। টিমের অন্যান্য সিনিয়ররাও সেই অর্থে পারফর্ম করতে পারছেন না। সেদিকে নজর রেখেই যশস্বী, ঋতুরাজকে সব ফর্ম্যাটে টিমে নেওয়ার কথা বলা হচ্ছিল। তা-ই হল। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১৬ জনের দলে এঁরা যেমন ঢুকলেন, তেমনই বাংলা থেকে ভারতীয় টেস্ট টিমে পা রাখলেন মুকেশ কুমার।
যশস্বী-ঋতুরাজের মতো ঘরোয়া ক্রিকেটে মুকেশ কুমারও যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। টিমকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন। সেই কারণেই ভারতীয় টিমের ব্যাক আপ বোলার হিসেবে এর আগেও জায়গা পেয়েছিলেন। সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় এর আগেই জায়গা পেয়েছিলেন। সেই মুকেশ এ বার টেস্টেও খেলবেন। ঋতুরাজ, যশস্বী, মুকেশদের সংযুক্তি ভারতীয় টিমকে নিশ্চিতভাবে আগামী ভাবনার পথে এগিয়ে দিল।