ফের ব়্যাঞ্চো-রাজু, ফারহানের ‘দোস্তি’ দেখবে দুনিয়া
২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’। মাঝখানে বছর পনেরো পেরলেও ব়্যাঞ্চো-রাজু আর ফারহানের ‘দোস্তি’ ভোলেনি সিনেদর্শকরা। এবার ফের তাঁদের বন্ধুত্বের সমীকরণ ফিরে দেখার পালা। কারণ খুব শিগগিরিই এই ছবির সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি।
বলিউড মাধ্যম সূত্রে খবর, কাস্টিংয়ের কোনও হেরফের হচ্ছে না। পয়লা সিনেমার মতোই সিক্যুয়েলেও জুটি বাঁধছেন আমির খান আর করিনা কাপুর। অন্যদিকে ব়্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবন। চিত্রনাট্যের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে। প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, “ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত তাঁরা।”
পনেরো বছর আগে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে ব়্যাঞ্চোর (আমির) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি (করিনা কাপুর)। সিক্যুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু? জানা গেল, এবারেও চমক রাখেছেন নির্মাতারা। খবর, সিক্যুয়েলে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে ব়্যাঞ্চো-রাজু আর ফারহান। তার সঙ্গে হিরানি স্পেশাল কৌতুকরসও থাকছে ছবিতে। সূত্রের খবর, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলকে মুক্তির আলো দেখাতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। অনেক আগেই নাকি সিক্যুয়েলের প্ল্যান ছকে ফেলেছিলেন তিনি, তবে অপেক্ষায় ছিল সঠিক সময়ের। এবার জানা গেল, ২০২৬ সালেই সদলবলে মাঠে নামতে চলেছেন আমির-করিনা, শরমন-মাধবনরা।