You will be redirected to an external website

অপেক্ষায় জাতীয় পুরস্কারের রেড কার্পেট, কবে সেরার শিরোপা পরবেন শাহরুখ-রানিরা?

Waiting for the National Awards red carpet, when will Shahrukh and Rani wear the title of best?

অপেক্ষায় জাতীয় পুরস্কারের রেড কার্পেট

দীর্ঘ ৩৩ বছরের ফিল্মি কেরিয়ারে মুকুটে জুড়েছে বহু নয়া পালক। অনেক খেতাব পেয়েছেন গোটা ফিল্মি জার্নিতে। তবে সেসব কিছুর পরও যা অধরা থেকে গিয়েছিল তা হল জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় পুরস্কার জিতে সেই অপ্রাপ্তি পূরণ হয়েছে। তিনি আর কেউ নন স্বয়ং শাহরুখ খান। সুপারহিট ‘জওয়ান’ ছবির জন্য কিং খান পান সেরা অভিনেতার পুরস্কার। বলিউডের বাদশা। তাঁর এই সাফল্যে একপ্রকার আনন্দে ভেসেছে আট থেকে আশি। ভালোবাসায় ভরিয়েছে আসমুদ্রহিমাচল। এবার সেই পুরস্কার তথা সম্মান হাতে পাওয়ার অপেক্ষা। কবে কোথায় আয়োজিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান অবশেষে তা জানা গেল।

আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লিতে এক জমকালো রেড কার্পেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান। ভারতীয় বিনোদুনিয়ার সেরাদের এদিন এই সম্মান প্রদানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধু শাহরুখই নন, এই ৭১তম জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন বঙ্গতনয়া অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পান তিনি। এখানেই শেষ নয়, ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে কিং খানের সঙ্গেই সেরা অভিনেতার পুরস্কার নেবেন বিক্রান্ত মাসেও। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে এক দরিদ্র পরিবারের ছেলের সাফল্যের কাহিনি নাড়া দিয়েছিল দর্শককে। বিক্রান্তের অনবদ্য অভিনয়ে ভিজেছিল চোখ। 

উল্লেখ্য, ৩৩ বছরের দীর্ঘ কেরিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কখনও রোম্যান্টিক ‘রাহুল’ হয়ে বলেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়।’ আবার কখনও মারকাটারি অ্যাকশনে কাঁপিয়েছেন প্রেক্ষাগৃহ। যদিও বহু অভিনেতার মতোই কেরিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তাঁর সিনেমা। ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। আর কামব্যাক করেন একেবারে বাদশার মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- পরপর সুপারহিট। আর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এই প্রাপ্তি। যেন পূর্ণ হল শাহরুখের কেরিয়ারের ষোলো আনা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...