মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! উৎসবের মেজাজে চাঁদের হাট, কারা এলেন? |
মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! উৎসবের মেজাজে চাঁদের হাট, কারা এলেন?
মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা
প্রতি বছর দিওয়ালি (Diwali 2025) উপলক্ষে তারকাখচিত চাঁদের হাটের আয়োজন করেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা (Manish Malhotra Diwali Party)। এবারও তাঁর হাত ধরে আলোর উৎসব দিওয়ালির শুরু হয়ে গেল বলিউডে (Bollywood)। রবিবার মুম্বইয়ের জমকালো দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন চলচ্চিত্র জগতের সেকাল থেকে একালের তারকারা।
ডিজাইনার মনীশ মালহোত্রার পার্টি যখন, তারকাদের সেরা সাজে দেখা যাবে, সেটাই দস্তুর। এবারের পার্টিও বাদ গেল না সেই গ্ল্যামারের ছটা থেকে। এভারগ্রিন রেখা, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, কাজল, উর্মিলা মাতণ্ডকর, করিনা কাপুর থেকে শুরু করে তরুণ প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান, কৃতি স্যানন, অনন্যা পান্ডে - সবাই ছিলেন উৎসবের সাজে উজ্জ্বল।
করিনা কাপুর পরেছিলেন সাদা আনারকলি, চিরচেনা গ্ল্যামারে ঝলমল করছিলেন বলিউডের 'গীত'। কাজল এসেছিলেন মেয়ে নিসার সঙ্গে, মা-মেয়ের যুগলবন্দিতে পার্টিতে এনেছিলেন গ্ল্যামারের ছোঁয়া। মাধুরী দীক্ষিতের রয়্যাল ব্লু শাড়ি নজর কেড়েছে সকলের, তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর।
গৌরী খান পরেছিলেন উজ্জ্বল লাল পোশাক, আর সুহানা খান মনকাড়া নীল শাড়িতে। পুত্রবধূ রাধিকা মার্চেন্টের সঙ্গে হা ধরে পার্টিতে ঢুকতে দেখা যায় নীতা আম্বানিকেও
সারা আলি খান উৎসবের মেজাজে মানানসই লেহেঙ্গায় হাজির। অনন্যা পান্ডে সোনালি রঙে পার্টিতে যোগ করেছিলেন নিজস্বতা। অন্যদিকে, ববি দেওল ও প্রীতি জিন্টার ‘সোলজার’ রিইউনিয়ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
শিল্পা ও শমিতা— ছিলেন প্যাস্টেল শেডের মনোরম সাজে। রেখা তাঁর চিরাচরিত কাঞ্জিভরমে ঐতিহ্য ধরে রাখেন, হেমা মালিনী পরেছিলেন কেপসহ ব্লাউজ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন দেখা যায়।
অভিনেতা বিজয় ভার্মা, আদিত্য রায় কাপুর, ইব্রাহিম আলি খান, অর্জুন কাপুর ও ববি দেওলও পার্টিতে উপস্থিত ছিলেন স্বমেজাজে।
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের পাশাপাশি ব়্যাম্পে নজর কাড়েন প্রেমিকযুগল বীর পাহাড়িয়া-তারা সুতারিয়াও।