ঐশ্বর্যা মিষ্টি ব্যবহারে মন জিতলেন নেটপাড়ার
সৌন্দর্য এবং মিষ্টি ব্যবহারের জন্য বলিউডে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন-এর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বহুবার ভক্তদের প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসা প্রকাশ করে সকলের মন জয় করেছেন। সম্প্রতি অভিনেত্রীর তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁর আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে যাওয়ার সময়কার। সেখানে দেখা যায়, ঐশ্বর্যা রাই বচ্চন মেয়ে আরাধ্যার সঙ্গে একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন। সেই সময়ই তাঁকে দেখে অঝোরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এক মহিলা ভক্ত।
ব্যস্ততা থাকা সত্ত্বেও ঐশ্বর্যা তৎক্ষণাৎ ওই ভক্তের কাছে এগিয়ে যান। তিনি শুধু তাঁকে জড়িয়ে ধরেননি, বরং নিজের হাতে তাঁর চোখের জল মুছে দেন এবং হাসিমুখে একসঙ্গে ছবিও তোলেন। ঐশ্বর্যার এই আন্তরিক ব্যবহার মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
এই ভিডিও দেখে নেটিজেনরা ঐশ্বর্যার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী তাঁকে 'দয়ালু' বলে উল্লেখ করেছেন। অন্য একজন মন্তব্য করেছেন, বাকি অভিনেতাদের ঐশ্বর্যার কাছ থেকে শেখা উচিত যে কীভাবে ফ্যানদের প্রতি সম্মান দেখাতে হয়।
প্রসঙ্গত, আরাধ্যার জন্মের পর থেকে ঐশ্বর্যা হাতেগোনা ছবিতে কাজ করেন। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল 'পোন্নিয়ান সেলভান ২'-তে। গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি এবং অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চললেও, ভক্তদের প্রতি তাঁর উষ্ণতা কখনই কমেনি।