You will be redirected to an external website

পোশাকে রংমিলান্তি! শুভশ্রীকে পাশে নিয়ে বড়মার কাছে কী চাইলেন দেব? মুখ খুললেন নিজেই

A mix of colors in the outfit! What did Dev ask from Barama with Subhasree by his side? He himself opened his mouth

শুভশ্রীকে পাশে নিয়ে বড়মার কাছে কী চাইলেন দেব?

 এ দিন সকালেই দ্য ওয়াল জানিয়েছিল, 'এ দেখাই শেষ দেখা নয়'। এ দিন অর্থাৎ বুধবারই একসঙ্গে নৈহাটির বড় মা'র মন্দিরে হাজির হবেন দেব-শুভশ্রী। নির্ধারিত সময়েই হাজির হলেন দু'জনে। পোশাকেও ছিল রংমিলান্তি। দেব পরেছিলেন লাল রঙা পাঞ্জাবি আর অন্যদিকে শুভশ্রী নিজেকে মুড়েছিলেন লাল শাড়িতে।

বরফ গলেছে আগেই। এখন আর কথা বলতে অসুবিধে নেই দু'জনেরই। পাশাপাশি বসে ভক্তিভরে পুজো দিলেন দু'জনে। হল কানে কানে কথাও।

পুজো শেষ হতেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। হাজির ছিল দ্য ওয়ালও। 'কী চাইলেন বড়মার থেকে?' এই প্রশ্নের উত্তরে অভিনেতা-সাংসদ বললেন, "শান্তি চাইলাম। পৃথিবী জুড়ে যে অশান্তি শুরু হয়েছে, এটাই বললাম যে সবাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে। বড়মা খুব জাগ্রত। খাদানের সময়েও এসেছিলাম। যা চেয়েছি তাই পেয়েছি।"

উপস্থিত জনতার মধ্যেই কে যেন বলে উঠলেন, 'আপনারা তো নতুন জুটি...'। সেই কথা শুনেই হেসে উঠলেন দু'জনেই। অবাক বিস্ময়ে দেব বলে উঠলেন, "আমরা নতুন জুটি?"

থেমে রইলেন না শুভশ্রীও। তিনি বলেন, "আমাদের এই পুরনো জুটিকে এত ভালবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।" ভিড় যেন গায়ে এসে উঠছিল। শুভশ্রীর যেন এতটুকু অসুবিধে না হয়, সে দিকে নজর ছিল দেবের। সাবধানে তাঁকে সেখান থেকে বার করে গাড়িতে উঠলেন। হাতও নাড়লেন ভক্তদের উদ্দেশে। এরপর রওনা দিলেন কলকাতার উদ্দেশে। আগামিকালই ছবি মুক্তি। কাজের যে শেষ নেই।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

'He's swinging his arm with a sprained arm...', a huge problem! Another artist files a complaint against Arijit at the police station Read Next

‘হাত মচকে চ্যাংদোলা করে.....