রানির মুকুটে নতুন পালক
রানির মুকুটে এবার নতুন পালক। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য ৭১ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করেছিলেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও।
১৯৯৬ সালে সিনেমার জগতে পা রাখেন রানি মুখোপাধ্যায়। বাংলা ছবি বিয়ের ফুল থেকেই তাঁর সিনে কেরিয়ারের শুরু। তবে এরপর আর বাংলা ছবিতে তাঁকে দেখা না গেলেও, বলিউডে একের পর এক ছবিতে নজর কাড়েন রানি। আমির খানের সঙ্গে গুলাম, শাহরুখ-কাজলের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় এই দুই ছবিতে অভিনয় করে রানি বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আর তা প্রমাণ করেন পরে। হ্যালো ব্রাদার, বাদল, হে রাম, চোরি চোরি চুপকে চুপকে, কভি খুশি কভি গম, মুঝছে দোস্তি করোগে, সাথিয়া, হাম-তুম, বীর-জারা, বান্টি অউর বাবলি, কভি অলবিদা ন কহেনা… রানির হিট ছবির তালিকা লম্বা। কখনও কমেডি, কখনও সিরিয়াস। সব ছবিতেই রানি প্রমাণ করেন তিনি জাত অভিনেতা।
কেরিয়ারের গ্রাফ যখন চরমে। সেই সময়ই যশ চোপড়ার পুত্র পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রানি। ২০১৪ সালে আদিত্যর সঙ্গে বিয়ের পর ধীরে ধীরে সিনেমা থেকে সরে যান। তবে বিরতি নেওয়ার আগেই বলিউডকে দিয়ে যান সুপারহিট ছবি মর্দানি। ২০১৯ -এ কামব্যাকও করেন মর্দানি ২ ছবিতে, সেই ছবিও সুপারহিট। বলিউডের সেই রানিই এবার সম্মানিত হলেন জাতীয় পুরস্কারে।