রুক্ষ চুলে তেলের বদলে ঘি? হেঁশেলের সামান্য টোটকাতেই ফিরবে রেশমি জেল্লা |
‘আমরা তো বিবাহিতই’, প্রেমিকা গৌরীকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস আমিরের
প্রেমিকা গৌরীকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস আমিরের
আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্কের কথা কারও অজানা নয়। কিরণের সঙ্গে আমিরের দ্বিতীয়বার বিয়ে ভাঙার পর গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি এখনও হয় না। সম্প্রতি মুম্বইয়ে গৌরীর সঙ্গে নতুন বাড়িতে থাকছেন আমির। প্রেমিকার সঙ্গে একত্রবাস করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। মাঝেমাঝেই তাঁদের কাছে ঘুরেফিরে আসে বিয়ের প্রশ্ন। এবার এই প্রশ্নের সপাট উত্তর দিলেন আমির।
সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে আমির এই প্রশ্নের উত্তরে বলেন, “আমরা তো অনেক দিন ধরেই মন থেকে বিবাহিত। আমি আর গৌরী গভীরভাবে আমাদের সম্পর্কে রয়েছি। আর তারপর আমাদের আলাদা ভাবে বিয়ের প্রয়োজন পড়ে না। আমরা একে অপরের সবসময়ের সঙ্গী। আমরা সব পরিস্থিতিতে এক অপরের পাশে থাকি। সুখ-দুঃখ ভাগ করে নিই। বিয়ে একটা অন্য বিষয়। একটা প্রতিষ্ঠান। তাই খাতায় কলমে বিয়ে না করেও আমরা যাপনে বিশ্বাস করি। আমরা মনের দিক থেকে একে অপরের সঙ্গে বহুদিন ধরেই বিবাহিত। এর থেকে বেশি আর কিই বা চাই?”
বলে রাখা ভালো মুম্বইয়ে গৌরীকে নিয়ে যে নতুন বাড়িতে থাকেন আমির তা তাঁর পরিবারের থেকে খুব একটা দূরে নয়। তাই দুই বাড়ি ও পরিবারের মধ্যেই তাঁর যাতায়াত ও কর্তব্য পালনে কোনও সমস্যা হয় না। উল্লেখ্য, আমিরের ষাটতম জন্মদিনে তাঁর নতুন মনের মানুষের সঙ্গে পরিচিত হয়েছিলেন। মুম্বইয়ে একটি অনুষ্ঠানেই সকলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করান তখন আমির। একে অপরকে চেনেন দুই দশকেরও বেশি সময় ধরে। পরবর্তীতে তা বন্ধুত্ব ও প্রেমে পরিণত হয়।