দেবশ্রী রায় ও ঝুমা রায়
ভাঙল রুমকি - ঝুমকি জুটি। বৃহস্পতিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঝুমা রায়। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন হিসাবে। শিশুশিল্পী হিসাবে মঞ্চে অনুষ্ঠান করতে দেখা যেত তাঁদের। দক্ষিণ কলকাতায় দেবশ্রীর বাড়ির পাশেই থাকতেন ঝুমা।
এক কালে কলকাতায় রুমকি-ঝুমকির অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। সেই জুটি ভেঙে গেল। আর দুই বোনকে একসঙ্গে দেখা যাবে না। কিছুদিন আগে সমাজমাধ্যমে ভাইউরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যায় রুমকি - ঝুমকি অর্থাৎ দেবশ্রী রায় এবং ঝুমা রায় একটি পারিবারিক অনুষ্ঠানে এক সঙ্গে মাইক হাতে গান গাইছেন। জানা গেছে একেবারে ছোট্ট থেকে দুই বন নাচের সাথি। এরপর ইন্ডাস্ট্রিতে প্রবেশ। সেখানেও এই দুই জুটি ছিল বেশ জনপ্রিয়।
আচমকা হৃৎরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে শোকের ছায়া টলি পাড়ায়। অনেকেই তার প্রয়াণে নিজেদের দুঃখ প্রকাশ করে নানান স্মৃতি চারণ করে পোস্ট করেছেন। অভিনেত্রী এবং নৃত্যশিল্পী ঝুমা রায়ের মৃত্যু যেন এক যুগের অবসান হল।