You will be redirected to an external website

‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি, ভাইরাল শিউরে ওঠা ভিডিও

'Bigg Boss' winner Elvis Yadav's house targeted in a series of shots, shocking video goes viral

‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি

রবিবার ভোররাতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ জনপ্রিয় ইউটিউবার ও 'বিগ বস' বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ভোর প্রায় ৫টার সময় বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী অন্তত ১২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তবে সৌভাগ্যবশত, ঘটনায় কেউ আহত হননি। সেই সময় বাড়িতে ছিলেন না এলভিস, কিন্তু তাঁর গৃহসহায়ক এবং কেয়ারটেকার বাড়ির ভিতরে ছিলেন। কপালজোরে প্রাণে রক্ষা পান তাঁরা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গুরুগ্রাম পুলিশ। বাড়ি ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলভিস সম্প্রতি কোনও হুমকি পেয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

উউল্লেখ্য, ইটিউবের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর এলভিস যাদব এখন টেলিভিশনের পরিচিত মুখ। 'রোডিস' এবং 'লাফটার শেফ' -এর মতো জনপ্রিয় শোয়ে অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তসংখ্যাও বিপুল। ঠিক এমন এক সময় তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিবর্ষণ, প্রশ্ন তুলছে—খ্যাতির শীর্ষে থাকা এলভিসকে কি টার্গেট করা হচ্ছে?

কিছুদিন আগেই কানাডার এক ক্যাফেতে কপিল শর্মার উপর হামলা চালানো হয়েছিল, যার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। বারবার সেলেব্রিটিদের নিশানায় আনা হচ্ছে কেন? উঠছে সেই প্রশ্ন। যদিও এলভিস যাদবের বাড়িতে এই হামলা প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ। তদন্তকারীদের দাবি, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...