You will be redirected to an external website

অমিতাভ বচ্চন এবার রণবীরের রামায়ণে, কোন ভূমিকায় থাকছেন বিগ বি?

Amitabh Bachchan is now in Ranveer's Ramayan, what role will Big B play?

অমিতাভ বচ্চন এবার রণবীরের রামায়ণে, কোন ভূমিকায় থাকছেন বিগ বি?

 ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটে তৈরি হয়েছে কোন সিনেমা ? প্রথমেই মাথাতে আসতে পারে 'বাহুবলী' বা 'আরআরআর'-এর নাম ৷ কিন্তু সেই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' (Ramayana) ৷ 

'রাম' রূপে রণবীর (Ranbir Kapoor) ও 'সীতা' রূপে সাই পল্লবীকে (Sai Pallavi) দেখে মুগ্ধ ভক্তরা। তবে সবেমাত্র লুকের ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে অমিতাভ বচ্চন থাকবেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।

এই ছবিতে রাবণ হয়েছেন যশ আর হনুমান চরিত্রে সানি দেওয়াল। অতীতের রাম অরুণ গোভিল এই ছবিতে হয়েছেন রাজা দশরথ অর্থাৎ রামের বাবা। তবে অমিতাভ বচ্চন কোন চরিত্রে?

এই ছবিতে সূত্রধরের ভূমিকায় থাকবেন অমিতাভ বচ্চন। তাঁর গমগমে কণ্ঠস্বরের মাধ্যমেই শুরু হবে এই ছবি। অভিনয়ের পাশাপাশি তাঁর কণ্ঠস্বরের ভক্ত কিছু কম নয়। মৃণাল সেনের ছবিতে কণ্ঠ দিয়েই শুরু হয়েছিল অমিতাভের কেরিয়ার। তারপর 'সিলসিলা', 'লগান', 'বীরজারা', 'বাগবান' প্রভৃতি ছবিতে অমিতাভ বচ্চনের কণ্ঠ আজও হিট।

তাঁর কণ্ঠ দিয়েই নাকি শুরু হবে মেগাবাজেট ছবি ‘রামায়ণ’। ছবির টিমের তরফে এখনও এই খবর নিশ্চিত না করা হলেও গুঞ্জন যে সূত্রধর হিসাবেই নন বরং এই ছবিতে একইসঙ্গে ‘জটায়ু’ চরিত্রটিতেও তাঁর কণ্ঠ শোনা যাবে। এবং এখান থেকেই সকলের ধারণা যে এই ছবিতে সেই সূত্রধরের ভূমিকায় থাকবে স্বয়ং ‘জটায়ু’ এবং তিনিই গল্পটি বলে যাবেন রামায়ণে ঘটা সমস্ত কিছুর সাক্ষী হিসাবে। 

তবে বেশ কিছু সংখ্যক দর্শক বলছেন হরিশ ভিমানি কেন নন সূত্রধর হিসেবে? বি আর চোপড়ার মহাভারতে সূত্রধর হিসেবে তাঁর কণ্ঠই তো শোনা যেত। যদিও সর্বস্তরের দর্শককে টানতে অমিতাভ বচ্চনই সেরা চয়েস। ছবিটি সম্পূর্ণ হলে বোঝা যাবে কতটা ঐতিহাসিক হতে পারবে বিগ বি কণ্ঠে এই বিগ বাজেট ছবি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Sidharth Malhotra and Janhvi Kapoor are not leaving any stone unturned in promoting their new film. Read Next

ছবি রিলিজের টেনশন ভুলতে ...