You will be redirected to an external website

‘আমি আর ফিরব না!’ মেয়ের জন্মদিনে বড় ঘোষণা অনুষ্কা শর্মার

Time flies like a flash. Virushka's beloved daughter Bhamika has turned five years old. January 11 was her fifth birthday.

মেয়ের জন্মদিনে বড় ঘোষণা অনুষ্কা শর্মার

সময় যেন নিমেষেই উড়ে যায়। দেখতে দেখতে পাঁচ বছর পার করে ফেলল বিরুষ্কার আদরের কন্যা ভামিকা। ১১ জানুয়ারি ছিল তার পঞ্চম জন্মদিন। মেয়ের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বের এক অনন্য অনুভূতির কথা তুলে ধরলেন অনুষ্কা শর্মা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা একটি বিশেষ পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা, “মাতৃত্ব তোমাকে বদলে দিক।” এই বার্তার সঙ্গে নিজের মনের কথা জুড়ে দিয়ে অভিনেত্রী লেখেন, “তোমাকে চেনার আগে আমার যে সত্ত্বা ছিল, আমি আর সেই পুরানো জীবনে ফিরে যেতে চাই না, আমার সন্তান।” শেষে ভামিকার জন্মের তারিখ হিসেবে লেখেন— ‘১১ জানুয়ারি ২০২১’। অনুষ্কার এই পোস্ট স্পষ্ট করে দেয় যে, ভামিকার আগমন তাঁর জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর থেকে বিরাট ও অনুষ্কা লন্ডনেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। তবে গত বছরের ডিসেম্বরে তাঁদের অষ্টম বিবাহবার্ষিকীর পর এই তারকা দম্পতিকে ভারতে দেখা যায়। বিমানবন্দরের একটি ভিডিওতে দুজনকে বেশ ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছিল। সেখানে বিরাট ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ালেও, অনুষ্কা অবশ্য কিছুটা অন্তরালেই থাকতে পছন্দ করেছিলেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Suniel Shetty's next film 'Border 2' is going to be released very soon. This film is going to be the second film in the career of his son Ahan Shetty. Read Next

‘সবাই ভাবে সহজে সুযোগ মে...