You will be redirected to an external website

বাংলাদেশে অরিজিতের কনসার্ট! দু’ঘণ্টার শো করতে কত কোটি নেন তিনি? ফাঁস রাহুলের

Arijit Singh's live show will be held in Dhaka. Do you know how much money Arijit charges for a two-hour show?

বাংলাদেশে অরিজিতের কনসার্ট!

বাংলাদেশে কনসার্ট করবেন অরিজিৎ সিং-- সম্প্রতি রটেছে এমনই এক খবর।  ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি সংস্থা সামাজিক মাধ্যমে জানিয়েছেন এই কনসার্টের খবর।

শোনা যাচ্ছে, অরিজিৎ সিংয়ের লাইভ অনুষ্ঠানটি নাকি হবে ঢাকাতে। জানেন কি, ঘণ্টা দুয়েক শো'র জন্য কত কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিৎ? না, এই সংক্রান্ত অফিসিয়াল তথ্য কোনওদিনই পাওয়া যাবে না, তবে গায়কের সহকর্মী রাহুল বৈদ্য সম্প্রতি এক পডকাস্টে হাটে হাঁড়ি ভেঙেছেন।

ভারতে তো বটেই, সারা বিশ্বে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, তুঙ্গে পারিশ্রমিকও। রাহুল জানিয়েছেন, দু'ঘণ্টা পারফর্ম করার জন্য অরিজিৎ নিয়ে থাকেন ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪ কোটি টাকা, বাংলাদেশি টাকায় যা প্রায় ২০ কোটির কাছাকাছি। জিয়াগঞ্জে সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ, তবে তাঁর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। নভি মুম্বইয়ে বাড়ি আছে তাঁর। রয়েছে ৪ কোটির রেঞ্জ রোভার গাড়ি ও মার্সেডিজও।

প্রসঙ্গত, অরিজিৎ সত্যিই বাংলাদেশে পারফর্ম করবেন কী না তা নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য সামনে আসেনি। তবে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে অরিজিৎকে আনার কথা ঘোষণা করেছে তাদের তরফে প্রথম আলোকে জানানো হয়েছে, ‘অরিজিৎ সিংয়ের সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই। আগামী বছরের শেষভাগে হতে পারে।’

এর আগে ২০১৬ সালে বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন অরিজিৎ। আবার যদিও একই ঘটনার পুনরাবৃত্তি হয় তবে নিঃসন্দেহে বাংলাদেশী কৃষ্টি-প্রেমী মানুষদের কাছে তা খুশির খবর।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Mahima Chowdhury, the screen goddess of the nineties, returned to her magical form in her wedding attire. At the age of 52 Read Next

৫২ বছর বয়সে বিয়ে করলেন ...