‘বাহুবলী: দ্য এপিক’ আসছে বড় পর্দায়
২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায় ভারতের সিনেমা ইতিহাসের এক অভূতপূর্ব ব্লকবাস্টার ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ১০ বছর পর এই সিনেমার নির্মাতা এস.এস. রাজামৌলি করলেন এক চমক, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও তার সিক্যুয়েল ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবার একসঙ্গে বড় পর্দায় আসবে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে। আগামী ৩১ অক্টোবর ২০২৫ থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হবে এই অনন্য ধারাবাহিক সিনেমা।
এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সৃষ্টি করেছে। দশ বছরের যাত্রায় ‘বাহুবলী’ শুধু একটি সিনেমা নয়, বরং একটি সংস্কৃতি হয়ে উঠেছে যা ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মর্যাদা বাড়িয়েছে। অসংখ্য মিম, শ্রদ্ধা আর ভক্ত-তত্ত্বের জন্ম দিয়েছে এই সিনেমা।
‘বাহুবলী: দ্য এপিক’ এর বিশেষত্ব হল এটি ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে হবে। এটি কোনও সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায়, যা একপাশে বিস্ময় আর অন্যপাশে আনন্দের কারণ।
এদিকে, বিনোদন পোর্টাল গুল্টে জানাচ্ছে, ‘বাহুবলী: দ্য এপিক’ এর টিজার একই দিনে বড় পর্দায় মুক্তি পাবে ২০২৫ সালের আলোচিত দুটি ছবি — রজনীকান্তের ‘কুলি’ এবং হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ এর সঙ্গে। ‘কুলি’, পরিচালক লোকেশ কানাগরাজের অ্যাকশন থ্রিলার, ১৪ আগস্ট মুক্তির আগেই ভারতের বিভিন্ন প্রান্তে ১৬ কোটি টাকার প্রি-বুকিং পেয়েছে। অপরদিকে ‘ওয়ার ২’, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সিক্যুয়েল।
এই সিনেমাগুলোর সঙ্গে ‘বাহুবলী: দ্য এপিক’ এর টিজার প্রদর্শনের মাধ্যমে সিনেমা প্রযোজকরা বড় পর্দায় ফের ‘বাহুবলী’কে কেন্দ্রবিন্দুতে আনতে চায়। অন্যদিকে, রাজামৌলি বর্তমানে মহেশ বাবুর সঙ্গে তার পরবর্তী ছবি ‘SSMB29’ নিয়ে কাজ করছেন, যা আগামীদিনে সিনেমাপ্রেমীদের জন্য আরও অপেক্ষার বিষয় হয়ে থাকবে।