ডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’!
গ্ল্যামার আর জিরো ফিগারের জন্য পরিচিত করিনা কাপুর খান (Kareena Kapoor) আসলে যে কতটা খাদ্যরসিক, তা আরও একবার প্রমাণিত হল। আজ, ১৯ ডিসেম্বর ২০২৫, মুম্বইয়ের একটি স্কুলে দুই ছেলের অ্যানুয়াল ফাংশনে গিয়ে জমিয়ে সিঙাড়া খেতে দেখা গেল তাঁকে।
করিনার ঘনিষ্ঠ বন্ধু-পরিচালক করণ জোহর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, স্কুলের অনুষ্ঠানের মাঝেই বড় একটি সিঙাড়া খাচ্ছেন করিনা। করণকে ভিডিওতে বলতে শোনা যায়, “স্কুলের অনুষ্ঠানের মাঝে করিনা কাপুর কী করছে দেখুন, বসে বসে সিঙাড়া খাচ্ছে! আপনারা যারা ভাবেন ও সারাক্ষণ ডায়েট করে, দেখে নিন ও আসলে কী খাচ্ছে, একটা বড় সিঙাড়া!”
করণ মজা করে করিনাকে ‘কার্বি ডল’ বলে ডাকেন (যেহেতু সিঙাড়ায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে)। ভিডিওতে করিনাকে বেশ অবাক হতে দেখা যায় এবং তিনি হাসিমুখে জানান যে, তিনি বর্তমানে কোনও ডায়েট করছেন না।
করণ এবং করিনার বন্ধুত্ব প্রায় দুই দশকেরও বেশি সময়ের। শুধু তাই নয়, তাঁদের সন্তানরাও একই স্কুলে পড়াশোনা করে। দুজনেই বলিউডের প্রভাবশালী পরিবার থেকে এসেছেন। একদিকে করণের বাবা প্রয়াত যশ জোহর ছিলেন নামী প্রযোজক, অন্যদিকে করিনা কাপুর খানদানের উত্তরসূরি। কিংবদন্তি পৃথ্বীরাজ কাপুর তাঁর প্রপিতামহ এবং রাজ কাপুর তাঁর পিতামহ। তাঁর বাবা রণধীর কাপুর, মা ববিতা এবং দিদি করিশ্মা কাপুর প্রত্যেকেই বলিউডের উজ্জ্বল নক্ষত্র। এছাড়া তিনি সুপারস্টার রণবীর কাপুরের খুড়তুতো বোন এবং আলিয়া ভাটের ননদ।
২০০১ সালে করণ জোহরের পরিচালনায় ‘কভি খুশি কভি গম’ (K3G) ছবিতে ‘পূজা’ ওরফে ‘পু’-এর চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন করিনা। আজও সেই স্টাইলিশ ‘পু’ চরিত্রটি দর্শকদের মনে গেঁথে আছে। এই ছবির মাধ্যমেই করণ ও করিনার পেশাদার ও ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হয়। আজ ২৪ বছর পরেও তাঁদের সেই রসায়ন অটুট, যার প্রমাণ মিলল স্কুলের অনুষ্ঠানের এই মজার ভিডিওতে।