দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং
দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। প্রথম সন্তানের মতো এবারও তাঁর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর সংসারে নতুন অতিথির আগমনের খবর আসতেই খুশির হাওয়া অনুরাগী মহলে।
শুক্রবার সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিং করার কথা ছিল তাঁর। সেই মতো সকাল সকাল সেটে হাজিরও হয়েছিলেন শিল্পী। কিন্তু আচমকাই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই সুস্থ সবল এক শিশুপুত্রের জন্ম দেন ভারতী।
কয়েকদিন আগেই ভারতী ও হর্ষ তাঁদের সুইজারল্যান্ড ভ্রমণের সময় দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন। সোশাল মিডিয়ায় নীল রঙের সিল্ক গাউনে নিজের মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন ভারতী। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘দ্বিতীয় বেবি লিম্বাচিয়া শিগগিরই আসছে।’ সাদা ফুলের সাজে সেই ছবিগুলো নেটিজেনদের বেশ নজর কেড়েছিল।
ভারতী ও হর্ষের প্রথম সন্তানের নাম লক্ষ্য, যাকে সবাই আদর করে ‘গোল্লা’ বলে ডাকে। এখন থেকে গোল্লা বড় দাদার দায়িত্ব পালন করবে। প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানও ছেলে হওয়ায় দম্পতির আনন্দ এখন দ্বিগুণ। আপাতত মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।