হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগের ছায়া। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সি এই তারকার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং চিন্তার কোনও কারণ নেই।
চিকিৎসকরা জানিয়েছেন, ধর্মেন্দ্র নিজেই হালকা শ্বাসকষ্ট অনুভব করায় হাসপাতালে আসেন। পরীক্ষার পর তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক হাসপাতাল কর্মী জানান, “ধর্মেন্দ্রজি এখন ঘুমাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। তাঁর হার্ট রেট ৭০, রক্তচাপ ১৪০/৮০, সবকিছুই স্বাভাবিক।”
শুক্রবার সন্ধ্যা থেকেই অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয়। কেউ বলেছিলেন, এটি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা মাত্র, আবার কেউ দাবি করেন, তিনি গত পাঁচ দিন ধরেই হাসপাতালে ভর্তি। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, ধর্মেন্দ্র কিছু দিন ধরে চিকিৎসাধীন, যদিও পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
বলিউডের “হি-ম্যান” নামে পরিচিত ধর্মেন্দ্রর বয়স এখন প্রায় নব্বই। আসন্ন ৮ ডিসেম্বর তিনি পা দেবেন নব্বইয়ে। দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকম’, ‘সীতা অউর গীতা’-র মতো একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতেছেন তিনি। বয়সের ভার থাকা সত্ত্বেও আজও সমান সক্রিয় এই তারকা। পরিচালক রাজকুমার সন্তোষীর আসন্ন ছবি ‘ইক্কিস’-এ আবারও পর্দায় দেখা যাবে তাঁকে।
হাসপাতাল সূত্রের সর্বশেষ আপডেট অনুযায়ী, ধর্মেন্দ্র নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন এবং কয়েক দিনের মধ্যেই তাঁকে ছাড়পত্র দেওয়া হতে পারে। ইতিমধ্যেই ব্রীচ ক্যান্ডি হাসপাতালের বাইরে ভক্তদের ভিড় জমেছে।