You will be redirected to an external website

বাবা-মা হলেন সেলেব দম্পতি! সিদ্ধার্থ-কিয়ারার কোলে এল ফুটফুটে সন্তান

Celeb couple becomes parents! Sidharth-Kiara welcome adorable baby

সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানী

বাব - মা হলেন বলিউডের সেলিব্রিটি কাপল সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানী। তাদের ঘরে এলো ছোট্টো লক্ষ্মী। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবানী।

বিয়ের দু বছরের মধ্যেই সুখবর সেলিব্রিটি দম্পতীর জীবনে। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই সেলেব কাপল। তারপর থেকেই সিড-কিয়ারার অনুগামীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবরটি চলেই এল। জানা গিয়েছে এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নরম্যাল ডেলিভারি হয়েছে কিয়ারার। মা এবং সন্তান দুজনেই সুস্থ।

২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। গত শনিবার সিদ্ধার্থ ও কিয়ারাকে শেষবার চিকিৎসকের কাছে যেতে দেখা গিয়েছিল।  আর সেখানেই তাঁদের ছবি তোলার জন্য রীতিমতো পাপারাজ্জিরা হুড়োহুড়ি শুরু করে দেয়। আর প্রতিবারের মতোই এবারেও কিয়ারাকে নিয়ে সাবধানতার সঙ্গে ঢুকে যান হাসপাতালে। ছাতার আড়ালে স্ফীতোদর আগলে কিয়ারাও সোজা চলে যান হাসপাতালের ভিতর। সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। নিমেষের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-ঘরনি। মাতৃত্বের এই পথচলাও রীতিমতো উপভোগ করেছেন তিনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হলেন তাঁরা। ইতিমধ্যেই বলি সেলেবকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুগামী এবং বন্ধু-বান্ধবরা।

AUTHOR :Express News Desk

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Do you know how many crores Shah Rukh's PA is worth after a 13-year relationship with the king? Read Next

শাহরুখের সঙ্গে ১৩ বছরের ...