৮৩তম জন্মদিনে 'জলসা'-র বাইরে ভক্তদের ঢল
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন আজ, ১১ অক্টোবর, তাঁর ৮৩তম জন্মদিন উদযাপন করলেন। প্রতি বছরের মতো এই বছরও তিনি তাঁর বার্ষিক প্রথা বজায় রেখে মুম্বইয়ের 'জলসা' বাংলোর বাইরে অপেক্ষারত হাজার হাজার অনুরাগীর সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন।
শনিবার সকাল থেকেই ভক্তরা ফুল, পোস্টার এবং উপহার নিয়ে বিগ বি-কে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান। ভক্তদের নিরাশ না করে সন্ধ্যায় অমিতাভ বচ্চন তাঁর বাসভবনের গেটে এসে বিশাল জনতাকে হাত জোড় করে অভিবাদন জানান।
অমিতাভকে এই সময় সাদা কুর্তা-পাজামার উপর হলুদ ও কমলা রঙের নকশা করা একটি জ্যাকেটে দেখা গিয়েছে। শুধু ভক্তরা নন, শত্রুঘ্ন সিনহা, কৃতি স্যানন, মনোজ বাজপেয়ী-সহ বহু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কাজল তাঁকে "চিরন্তন রকস্টার" বলে অভিহিত করেছেন, অন্যদিকে ফারহান আখতার জানিয়েছেন তাঁর আন্তরিক ভালবাসা।