‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ পড়লেন দীপিকা? পরপর দু’টি ছবি ঘিরে সমস্যা
‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ পড়লেন দীপিকা
বৈজয়ন্তী মুভিজ ঘোষণা করেছে যে দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এ.ডি’-এর সিক্যুয়েলে থাকছেন না। টুইটারে তারা লিখেছে, এটি অফিশিয়ালি জানানো হচ্ছে যে দীপিকা পাড়ুকোন আসন্ন ‘কল্কি’ সিক্যুয়েলের অংশ হবেন না। অনেক চিন্তাভাবনার পর আমরা আলাদা পথ বেছে নিয়েছি।” টুইটটি কিছুটা কটাক্ষপূর্ণও মনে হয়েছে দীপিকার অনুরাগীদের। যেন দীপিকাকে দোষারোপ করা হয়েছে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ না থাকার জন্য।
“প্রথম ছবিটির দীর্ঘ যাত্রা সত্ত্বেও, আমরা একটি কার্যকরী পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। আর ‘কল্কি’-র মতো একটি প্রজেক্টের জন্য সে রকম প্রতিশ্রুতি একান্ত প্রয়োজন। আমরা তাঁর ভবিষ্যতের কাজের জন্য শুভেচ্ছা জানাই”, এরকম বলা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। ‘কল্কি ২৮৯৮ এ.ডি’ ছবিতে দীপিকা পাড়ুকোন অভিনয় করেছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন ও দিশা পাটানির সঙ্গে। ছবিতে দীপিকার চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল এবং সবাই আশা করেছিলেন যে তিনি সিক্যুয়েলেও থাকবেন।
এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। “নাগ অশ্বিনকে এখন দীপিকার ফ্যানদের রাগের মুখোমুখি হতে হবে,” একজন মন্তব্য করেছেন। আরেকজন বলেছেন, “আমি মনে করি না এটি প্রভাস বা স্পিরিট-এর প্রভাব… এটা কিছু অন্য কারণ হতে পারে।” কয়েক মাস আগেও দীপিকা তাঁর সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’ নামক একটি প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন, যেখানে একই ধরনের সমস্যা ছিল। জানা যায়, তিনি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী অ্যাকশন ফিল্মে অভিনয়ের জন্য কথা বলছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায় দীপিকা নাকি ৮ ঘণ্টার কর্মদিবস, লাভের ভাগ এবং তেলুগু ডায়লগ না বলার অনুরোধ জানিয়েছিলেন — যা নির্মাতাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। পরে দীপিকার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়। তবে দীপিকার তরফে এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এবার কী হলো, সেটাই জানার অপেক্ষা।