‘কন্যাসন্তান নয়, বলিউডেও সকলে পুত্রসন্তান চান’, কঙ্গনার মন্তব্যে বিতর্ক |
ধর্মেন্দ্রর জন্য ডবল সেলিব্রেশন! ডিসেম্বরেই বড় আয়োজন দেওল পরিবারের, আমন্ত্রিত তারকারাও
ধর্মেন্দ্রর জন্য ডবল সেলিব্রেশন!
বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে (Bollywood Actor Dharmendra) নিয়ে কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থার নানা গুজবও ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অবশেষে বাড়ি ফিরেছেন তিনি, আর সেই সঙ্গে পরিবারের মুখে স্বস্তির হাসি। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর স্ত্রী হেমা মালিনী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'এখন ঈশ্বরের উপরই ভরসা। বাড়িতেই ওঁর চিকিৎসা চলছে।'
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের কড়া নজরদারি বজায় রয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্তে বাড়িতেই চিকিৎসা চলছে। এই খবরেই স্বস্তি পেয়েছেন ভক্তরাও।
ডিসেম্বরে ধুমধাম: জোড়া উদ্যাপনের পরিকল্পনা
তবে শুধু সুস্থতা নয়, সামনে আরও বড় আনন্দের সময় আসছে দেওল পরিবারের (Deol Family) জন্য। এই ডিসেম্বরেই ধর্মেন্দ্র পা দেবেন ৯০ বছরে। এমনিতেই নব্বই বছর পূর্তি জীবনের গুরুত্বপূর্ণ মাইলস্টোন- তার উপর সদ্য হাসপাতাল থেকে ফিরে আগের চেয়ে অনেকটাই ভাল আছেন তিনি। ফলে পরিবারের সদস্যরা এই জন্মদিনকে বিশেষভাবে উদ্যাপন করার প্রস্তুতি শুরু করেছেন।
বলিউড (Bollywood) সূত্রে খবর, মুম্বইয়ের বান্দ্রায় ধর্মেন্দ্রের (Dharmendra) বাড়িতেই বড়সড় আয়োজনের পরিকল্পনা চলছে। সানি দেওল ও ববি দেওল এই অনুষ্ঠানের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। জন্মদিনের পার্টিতে বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আমন্ত্রণ যেতে পারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, জিতেন্দ্র-সহ আরও অনেকের কাছেই।
আরও জানা গেছে, হেমা মালিনীও নাকি তাঁর দুই মেয়ে এষা ও অহনার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন। দীর্ঘদিন পর পরিবারের সবার একসঙ্গে জমায়েত হওয়াটাও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। ১০ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়। ১১ নভেম্বর সকাল থেকেই তাঁর মৃত্যুর গুজব ছড়ায়। সেই গুজব উড়িয়ে দেয় দেওল পরিবার। তারকা-কন্যা এষা দেওল নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
এষা লিখেছিলেন, তাঁর বাবা স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। গুজব রটানো বন্ধ করার অনুরোধও করেছিলেন তিনি। একই আর্জি জানিয়েছিলেন হেমা মালিনী এবং সানি দেওলের টিমও।
তবে এই সময়টা দেওল পরিবারের কাছে স্বস্তি ও আনন্দের। একদিকে সুস্থতার পথ ধরে এগোচ্ছেন ধর্মেন্দ্র, অন্যদিকে সামনে আসছে তাঁর জীবনের বিশেষ দিন- নব্বইতম জন্মদিন। ডিসেম্বরের দ্বিগুণ উদ্যাপনে এবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে চলেছেন বলিউডের ‘হিম্যান’।