স্টার কিড হয়েও দীর্ঘদিন কাজ পাননি আহান, জানালেন সুনীল
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সুনীল শেট্টির পরবর্তী ছবি ‘বর্ডার ২’। এই ছবিই হতে চলেছে তাঁর পুত্র আহান শেট্টির কেরিয়ারের দ্বিতীয় সিনেমা। ছেলের এই বড় সুযোগে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ বাবা সুনীল শেট্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আহানের ভবিষ্যৎ ও লড়াইয়ের গল্প বলতে গিয়ে নিজের অনুভূতি লুকোতে পারেননি তিনি।
সুনীল জানান, ‘বর্ডার ২’ আহানের কাছে শুধুই আর একটি সিনেমা নয়, বরং এক বড় দায়িত্ব। শুটিং চলাকালীন ছেলেকে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন, এই ছবির ইউনিফর্ম শুধু পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সম্মান, ইতিহাস ও আবেগ। সেই দায়িত্ব যেন সে সবসময় মনে রাখে।
ছেলের কেরিয়ারের কঠিন সময়ের কথাও তুলে ধরেন সুনীল। তিনি বলেন, প্রথম ছবি মুক্তির পর দীর্ঘদিন আহানের হাতে কোনও কাজ ছিল না। বাইরে থেকে অনেকেই ধরে নেন, সুনীল শেট্টির ছেলে বলেই আহান সহজেই সুযোগ পেয়ে যায়। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই ভিন্ন। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আহানকে। তবু বাবা হিসেবে তিনি গর্বিত যে ছেলেটি দ্বিতীয় ছবি হিসেবেই ‘বর্ডার ২’-এর মতো বড় প্রজেক্ট পেয়েছে। সুনীলের কথায়, এর চেয়ে ভাল দ্বিতীয় ছবি আর হতে পারে না, আর তিনি আশাবাদী, আহান ছবিটির প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করবে।
আহানের কেরিয়ারের শুরুটা অবশ্য খুব মসৃণ ছিল না। ২০২১ সালে তারা সুতারিয়ার বিপরীতে ‘তড়প’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। গত বছর শোনা গিয়েছিল, নাকি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করার কারণে বেশ কিছু কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এই অভিযোগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আহান স্পষ্ট করে জানান, তাঁর বিরুদ্ধে লেখা সেইসব খবরের কোনওটাই সত্য ছিল না।
এদিকে ‘বর্ডার ২’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিং, সোনম বাজওয়া, আনিয়া সিং ও মেধা রানা। বিশেষ চমক হিসেবে থাকছে সুনীল শেট্টি ও অক্ষয় খান্নার ক্যামিও। বহু প্রতীক্ষিত এই দেশাত্মবোধক ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি।