মঞ্চে চেয়ার সাজাচ্ছেন দেব, কোথায় ঘটল এমন ঘটনা?
‘ধূমকেতু’ ছবির প্রচার পর্ব নিয়ে এই মুহূর্তে ব্যস্ত মেগাস্টার দেব। সদ্য সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে চেয়ার সাজাচ্ছেন দেব। এমন নয় যে চেয়ার সাজিয়ে দেওয়ার মতো কেউ ছিলেন না। তবে দেব সেই কাজটাও নিজে হাতেই সেরে ফেললেন। তা দেখে আপ্লুত দেবের অনুরাগীরা। এই ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল। সেখানে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে অনুপম রায়ের মতো তারকারা উপস্থিত ছিলেন। মিডিয়ার উপস্থিতিতে একটা গান লঞ্চের অনুষ্ঠান ছিল এটা। তবে এদিন দেবের পাশে দেখা যায়নি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
অনুষ্ঠান শুরু আগে মঞ্চে চেয়ার সাজানোর পর্ব চলছিল। ঠিক সময়ে পৌঁছে দেব সেই কাজেও হাত লাগালেন। একটা সময়ে ছবির হিরো হওয়ার জন্য দেবকেও আর পাঁচজনের মতো স্ট্রাগল করতে হয়েছিল। তবে সাফল্য পেতে তাঁর বেশি সময় লাগেনি। শেষ পাঁচ বছরে পরপর ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দেব। দেবের এই পদক্ষেপ দেখে একজন অনুরাগী লিখেছেন, ”প্রকৃত তারকাদের পা সব সময়ে মাটিতেই থাকে। দেব অত্যন্ত বিনয়ী। তিনি যত বেশি সফল হচ্ছেন, তত ভালো মানুষ হয়ে উঠছেন।” আর একজন অনুরাগী লিখেছেন, ”বাংলা ছবির প্রতি দেবের ভালোবাসা দেখার মতো। আমরা তাঁর পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হই। যেভাবে নিজের হাতে মঞ্চ সাজাচ্ছিলেন দেব, সেটাও অনুপ্রাণিত করার মতোই একটা মুহূর্ত”। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেব-শুভশ্রী অভিনীত নতুন ছবিটা মুক্তি পাবে ১৪ অগাস্ট।