‘কন্যাসন্তান নয়, বলিউডেও সকলে পুত্রসন্তান চান’, কঙ্গনার মন্তব্যে বিতর্ক |
অবশেষে স্বামীর জন্য ধর্ম বদল করলেন সোনাক্ষী? জাহির বললেন, 'আমি ওঁকে জোর করে...'
অবশেষে স্বামীর জন্য ধর্ম বদল করলেন সোনাক্ষী?
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ের দেড় বছর পেরিয়ে গেলেও তাঁদের ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে আলোচনা থামেনি। পরিবার খুশি না হওয়া থেকে শুরু করে অভিনেত্রীর ধর্ম পরিবর্তন করা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সম্প্রতি স্বামী জাহির ইকবাল-এর মন্তব্যে সেই ধর্ম পরিবর্তনের জল্পনাই নতুন করে উসকে উঠেছে।
সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে সোনাক্ষী ও জাহির আবু ধাবি গিয়েছিলেন। সেখানে যাওয়ার আগেই সোনাক্ষী জানিয়েছিলেন, তিনি প্রথমেই বিখ্যাত শেখ জায়েদ মসজিদে যাবেন।এর আগে মন্দির, গির্জায় বহুবার গেলেও, অভিনেত্রী জানান, এর আগে কখনও মসজিদের ভেতরে ঢোকা হয়নি তাঁর। আবু ধাবিতে গিয়ে মসজিদের ভেতরে ঢুকে তিনি বেশ উত্তেজিতও ছিলেন।
সোনাক্ষী যখন মসজিদে যাওয়ার অনুভূতি প্রকাশ করছিলেন, তখনই জাহির ইকবাল এমন একটি মন্তব্য করেন, যা আবারও মনোযোগ আকর্ষণ করে। তিনি বলেন, "অনেকেই হয়তো ভাববেন আমি সোনাক্ষীকে জোর করে ধর্ম পরিবর্তন করার জন্য নিয়ে যাচ্ছি। সেটা কিন্তু নয়।" এই মন্তব্যটিই ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে। কারণ, এর আগেও সোনাক্ষীকে জাহিরের সঙ্গে ইদ পালন করতে দেখা গিয়েছিল।
মনে করা হচ্ছে, বিয়ের সময় থেকেই যে ধর্মীয় বিতর্ক শুরু হয়েছিল, জাহির ঘুরিয়ে সেই বিষয়টিরই ইঙ্গিত দিলেন। এই তারকা দম্পতির ভিন ধর্মে বিয়ে নিয়ে এখনও অনেক চর্চা চলছে, আর জাহিরের এই মন্তব্য সেই চর্চাকে আরও বাড়িয়ে তুলল।