You will be redirected to an external website

শাহরুখের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক, কিং-এর PA আজ কত কোটির মালিক জানেন?

Do you know how many crores Shah Rukh's PA is worth after a 13-year relationship with the king?

শাহরুখ খান যেখানে সেখানেই পূজা দাদলানি

শাহরুখ খান যেখানে সেখানেই পূজা দাদলানি। শাহরুখ ভক্তদের কাছে তিনি ভীষণ পরিচিত মুখ। যাঁকে দেখা মাত্রই বোঝা যায় কিং খান যোগ। শাহরুখ খানের ম্যানেজার তিনি। তবে শাহরুখ খানই প্রথম নন। ২০১২ সালের আগে তিনি ম্যানেজ করতেন দীপিকা পাড়ুকোনকে। অর্থাৎ দীপিকার জীবনের প্রতিটা কাজ ভিত্তিক সিদ্ধান্তে তাঁকে সাহায্য করা, বিশেষ বিশেষ মিটিং-এ যোগদান করা, প্রতিটা পদে পদে সঙ্গে থেকে তাঁকে সহযোগিতা করাই পূজার কাজ ছিল। তবে ভাগ্য বদলে যায় ২০১২ সালে। শাহরুখ খানের সঙ্গে চুক্তি হয় তাঁর। শুরু হয় নতুন জুটির সফর। 

মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করেছেন পূজা। জানেন কি, শাহরুখ খানের ম্যানেজারি করে বছরে কত টাকা রোজগার করেন এই পূজা? ম্যানেজার পোস্টের জন্য পূজাকে প্রতি বছর ৭ থেকে ৯ কোটি টাকা মাইনে দেন শাহরুখ, বর্তমানে যা বাড়তেও পারে, কারণ এই পরিসংখ্যান ২০২১ সালের একটি রিপোর্ট ভিত্তিক। শাহরুখের ম্যানেজার হয়ে এখনও পর্যন্ত ৪৫ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি তৈরি করে ফেলেছেন পূজা। তাঁর রোজগার করা অর্থে পূজা কিনেছেন একটি দুর্দান্ত বহুমূল্যের নীল রঙের মার্সিডিজ় বেঞ্জ। রয়েছে আরও সম্পত্তি।

বিশেষ বিশেষ দিনের জন্য থাকে পূজার জন্যে বিশেষ পুরস্কারও। যদিও পূজা শাহরুখের সঙ্গে যে সম্পর্ক বজায় রেখে চলেছেন তা নিঃসন্দেহে প্রশংসার। পরিবারের যে কোনও বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন, সে শাহরুখ খানের অসুস্থতা হোক কিংবা আরিয়ান খানের মাদক কাণ্ড। পরিবারের সদস্যদের গায়ে একটি আঁচও আসতে দেন না তিনি।

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

In Bolpur, the crowd stopped Arijit Singh's car, what happened with the singer? Read Next

বোলপুরে অরিজিৎ সিংয়ের ...