ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত |
‘ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?’, গণেশ পুজোর আসরে চিৎকার সুনীতার
কার উপর মেজাজ হারালেন গোবিন্দাপত্নী?
দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে? বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা! এহেন জল্পনায় যখন তোলপাড় বলিউড, তখন এমন আবহেই গণপতি উৎসবের আবহে বাপ্পার পুজোর আসরে মেজাজ হারালেন গোবিন্দাপত্নী! ব্যঙ্গাত্মকভাবেই উপস্থিত ছবিশিকারিদের উদ্দেশে তাঁর শ্লেষ, “কি, ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?”
দিন কয়েক ধরেই ডিভোর্সের গুঞ্জনের জেরে চর্চার শিরোনামে রয়েছেন গোবিন্দা এবং সুনীতা। এমন আবহেই বুধবার রং মিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ এবং তাঁর স্ত্রী। পরনে দুজনেরই মেরুন রঙের পোশাক। মারাঠি স্টাইলে সেজেছেন সুনীতা আহুজা। পুজোর আসরে হাসিমুখেই ছিলেন। তবে ছবিশিকারিদের বাড়বাড়ন্তে আর বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হতেই মেজাজ হারালেন গোবিন্দাপত্নী!
ঠিক কী ঘটেছে? ডিভোর্সের গুঞ্জন নিয়ে সাংবাদিকরা গোবিন্দাকে প্রশ্ন করেছিলেন। সেটা শুনেই পাশ থেকে তেড়েফুড়ে ওঠেন সুনীতা! বলেন, “আপনারা কি এখানে ডিভোর্স বিতর্ক শুনতে এসেছেন? নাকি গণপতি বাপ্পার জন্য এসেছেন? কোনও বিতর্ক নেই এখানে, যান!” এদিকে স্ত্রীকে পাশে নিয়ে শান্তমুখে গোবিন্দার জবাব, “বাপ্পার আশীর্বাদে পরিবারের সমস্ত কঠিন সময় দূর হয়, উনি সব দুঃখ-দুর্দশা ভুলিয়ে দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন পরিবারের সকলে আরও জুড়ে জুড়ে থাকি। আপনারা যশ-টিনার জন্য প্রার্থনা করবেন একটু।”