You will be redirected to an external website

গোবিন্দাকে ডিভোর্স সুনীতার! অভিনেতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ, কী বলছেন আইনজীবী?

Rumors or true? There is a lot of buzz about the news of Govinda and Sunita's divorce. However,

গোবিন্দাকে ডিভোর্স সুনীতার!

গুঞ্জন নাকি সত্যি? গোবিন্দা ও সুনীতার ডির্ভোসের খবর নিয়ে এখন তোলপাড় বলিপাড়া। তবে এই প্রথম নয়, কয়েক মাস আগেও গোবিন্দা ও সুনীতার দাম্পত্য কলহ নিয়ে খবর রটেছিল। শোনা গিয়েছিল হিরো নাম্বার ওয়ানের বিরুদ্ধে বিচ্ছেদের পথে হাঁটছেন স্ত্রী সুনীতা আহুজা। পরে অবশ্য সেই খবরকে গুঞ্জন বলে ধামাচাপা দেওয়া হয়। তবে গত শুক্রবার বলিপাড়ায় ফের এই বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়। শোনা যায়, গোবিন্দার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে ডিভোর্স ফাইল করেছেন সুনীতা। তবে শনিবার সকালে ফের এক নতুন খবর। গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা একটি বিবৃতিতে জানিয়েছেন, কোনও মামলা করা হয়নি। কোনও সমস্যাও নেই। সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। তাই ডিভোর্সের খবর না রটনাই উচিত। আইনজীবী আরও বলেন, সুনীতা ও গোবিন্দার রিয়েল লাইফ লাভস্টোরি খুবই জনপ্রিয়। তাই এসব রটতেই থাকে।

গোবিন্দা- সুনীতা আহুজা। বলিউডের নজরকাড়া জুটি। ৩৭ বছর দাম্পত্য কাটিয়ে, তাঁরা এখনও একেবারে ‘রব নে বনাদি জোড়ি’। হ্যাঁ, এতদিন অনুরাগীরা এমনটাই মনে করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা যা বললেন, তা কিন্তু বেশ দুশ্চিন্তার। নিন্দুকরা বলছেন, সুনিতা হয়তো তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে বিচ্ছেদের ইঙ্গিতই দিয়েছেন!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ৩৭ বছরের দাম্পত্য হলেও, বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকেন গোবিন্দা ও সুনিতা। আর সুনিতার সঙ্গে থাকেন তাঁর দুই সন্তান। সুনিতা যে ফ্ল্য়াটে থাকেন, তাঁর উলটো দিকের বাংলোতেই থাকেন গোবিন্দা। নিয়মিত তাঁদের নাকি কথাও হয় না।

এই সাক্ষাৎকারেই সুনীতা বলেন, বলিউডে যখন গোবিন্দা নম্বর ওয়ান নায়ক। তখন কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। তবে এখন ওর বয়স ৬০। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এখন যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে বেশ ভয়ের বিষয়। এটাই আমাকে দুশ্চিন্তায় ফেলেছে।শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। আর সেই অভিনেত্রীর কারণেই নাকি ভাঙতে চলেছে সুনিতার সংসার।

সুনীতার এই মন্তব্যেই বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু। সেই কারণেই এমন মন্তব্য় করেছেন সুনীতা। তবে বিচ্ছেদের এই গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দার স্ত্রী।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...