কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাসিমুখে ঘুরলেন জয়া
গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চনকে নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার কাজলের বাড়িতে দুর্গাপুজোর আসরে তাঁকে দেখে বিস্মিত হয়েছেন সকলে। অচেনা রূপে ধরা দিলেন অভিনেত্রী—হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেছে, কাজলের বাড়িতে দুর্গাপুজোর আমন্ত্রণে হাজির হয়েছেন জয়া বচ্চন। সাদা বেনারসি ও মানানসই ব্লাউজে সেজেছিলেন তিনি।
অন্যদিকে, হলুদ শাড়ি পরেছিলেন কাজল। কাজলকে সামনে পেতেই জয়া এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের পর দীর্ঘক্ষণ হাসিমুখে কথা বলতে দেখা যায় দু’জনকে। বহুদিন পরে জয়াকে এমন সুন্দর মেজাজে দেখে অনেকে অবাক হয়েছেন।
তবে, প্রত্যাশিত মতোই সোশ্যাল মিডিয়ার কটাক্ষও বাদ যায়নি। একজন মন্তব্য করেছেন, “কাজলকে দেখেই খুশি হয়ে গেলেন জয়া জি।” অন্য এক নেটিজেন লিখেছেন, “দু’জনের স্বভাব একই রকম, তাই এত আনন্দ।” আরেকজনের মন্তব্য, “এনাদের মা-মেয়ে হওয়া উচিত ছিল।”