You will be redirected to an external website

পাপারাৎজিদের নিয়ে বিরক্তি নেই, কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাসিমুখে ঘুরলেন জয়া

Jaya Bachchan is often ridiculed on social media due to her serious nature.

কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাসিমুখে ঘুরলেন জয়া

গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চনকে নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার কাজলের বাড়িতে দুর্গাপুজোর আসরে তাঁকে দেখে বিস্মিত হয়েছেন সকলে। অচেনা রূপে ধরা দিলেন অভিনেত্রী—হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেছে, কাজলের বাড়িতে দুর্গাপুজোর আমন্ত্রণে হাজির হয়েছেন জয়া বচ্চন। সাদা বেনারসি ও মানানসই ব্লাউজে সেজেছিলেন তিনি।

অন্যদিকে, হলুদ শাড়ি পরেছিলেন কাজল। কাজলকে সামনে পেতেই জয়া এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের পর দীর্ঘক্ষণ হাসিমুখে কথা বলতে দেখা যায় দু’জনকে। বহুদিন পরে জয়াকে এমন সুন্দর মেজাজে দেখে অনেকে অবাক হয়েছেন।

তবে, প্রত্যাশিত মতোই সোশ্যাল মিডিয়ার কটাক্ষও বাদ যায়নি। একজন মন্তব্য করেছেন, “কাজলকে দেখেই খুশি হয়ে গেলেন জয়া জি।” অন্য এক নেটিজেন লিখেছেন, “দু’জনের স্বভাব একই রকম, তাই এত আনন্দ।” আরেকজনের মন্তব্য, “এনাদের মা-মেয়ে হওয়া উচিত ছিল।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Bollywood actress Aishwarya Rai Bachchan has always been popular for her beauty and sweet demeanor. Read Next

আবেগে কাঁদছে ভক্ত, কাছে ট...