You will be redirected to an external website

'তুমি কি জানো, আমি তোমার সবচেয়ে বড় ফ্যান, আই জাস্ট লাভ ইউ', কাকে বললেন শাহরুখ?

Bollywood's 'Badshah' Shah Rukh Khan has millions of fans all over the world. But do you know who King Kh

আই জাস্ট লাভ ইউ', কাকে বললেন শাহরুখ?

বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ভক্তের সংখ্যা গোটা বিশ্বে কোটি কোটি। কিন্তু জানেন কি, স্বয়ং কিং খান কার ভক্ত? সম্প্রতি স্টার প্লাসের জনপ্রিয় নাচের শো 'ডান্স প্লাস'-এর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করতে দেখা যায়।

অনুষ্ঠানে এসে বলিউড বাদশা স্বীকার করেন যে, তিনি রাঘবের এতটাই বড় ভক্ত যে, প্রথমদিকে তাঁর নাম না জানা সত্ত্বেও তিনি রাঘব সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছেন।

শাহরুখ বলেন, "আমি প্রথমে ওর নামও জানতাম না। কিন্তু আমার ওকে এত ভাললাগে, যে আমি ওর সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছি। আমি তো ওর মা-বাবার নামও জানি এখন। খুব ভাল মানুষ। আমি ওর সবচেয়ে বড় ফ্যান। আজকে সেটা বলেই দিলাম।"

কিং খান আরও জানান, রাঘবের প্রতি তাঁর এই মুগ্ধতার কারণে প্রথমদিকে তাঁর সঙ্গে দেখা করতেও তিনি লজ্জা পেতেন। কারণ, তিনি যার এত বড় ভক্ত, তাঁর সামনে যাওয়া তাঁর কাছে বেশ কঠিন ছিল। তবে মঞ্চে রাঘবকে সামনে পেয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। নকিং খান বলেন, "আই জাস্ট লভ ইউ রাঘব।"

রাঘব জুয়েল সবসময়ই বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা জানিয়েছেন। প্রিয় তারকার মুখ থেকে এমন কথা শুনে রাঘব মুহূর্তেই আনন্দে আত্মহারা হয়ে যান। শাহরুখের এই কথা শুনে সেই শোতে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই পুরনো ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Mumbai Police's Economic Offences Wing (EOW) has recorded the statement of Bollywood actress Shilpa Shetty in a Rs 60 crore fraud case Read Next

৬০ কোটি টাকার প্রতারণা! শ...