You will be redirected to an external website

'আমি পুরস্কার কিনি না, আমার অভিনয়ই জবাব দেয়', কেন এমন বললেন 'সেরা অভিনেতা' অভিষেক?

His journey in Bollywood has inspired many, but also sparked new controversies.

কেন এমন বললেন 'সেরা অভিনেতা' অভিষেক?

বলিউডে (Bollywood) তাঁর যাত্রা যেমন অনুপ্রেরণা দিয়েছে অনেককে, তেমনই কখনও কখনও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সুপারস্টার অমিতাভ বচ্চনের (Superstar Amitabh Bachchan) পুত্র হিসেবে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) নাম নিয়ে প্রত্যাশা বরাবরই ছিল আকাশছোঁয়া।

তাঁর কেরিয়ারে সবচেয়ে বড় অভিযোগ ছিল একটাই - তাঁর প্রতিভার সঠিক মূল্যায়ন হয়নি, কারণ মানুষ তাঁকে ক্রমাগত বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেছে।

গত বছর মুক্তি পেয়েছে সুজিত সরকারের (Director Soojit Sircar) 'আই ওয়ান্ট টু টক' (I want to talk)। সেই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অভিষেক তাঁর দীর্ঘ প্রায় ২৫ বছরের প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার (Filmfare Best Actor) পুরস্কার পান। অনুরাগীদের কাছে এটি ছিল এক আবেগের মুহূর্ত, যেন দীর্ঘদিনের অপেক্ষার পর ন্যায়সঙ্গত স্বীকৃতি। কিন্তু পুরস্কার পাওয়ার ঠিক পরেই শুরু হয় বিতর্ক।

সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন, অভিষেক নাকি 'পুরস্কার কিনেছেন'। আজ সকালে সাংবাদিক নভনীত মুন্ধরা এক্স (টুইটার)-এ অভিষেকের এই জয় নিয়ে লেখেন, “তিনি যতই ভাল মানুষ হোন, পেশাগত দিক থেকে অভিষেক বচ্চন আসলে এমন এক উদাহরণ, যেখানে পুরস্কার কেনা ও জোরদার পিআর ব্যবহার করে কেরিয়ার সচল রাখা হয়। তাঁর নিজের কোনও ব্লকবাস্টার নেই, অথচ #IWantToTalk ছবির জন্য সেরা অভিনেতা! যে সিনেমা কেউ দেখেইনি, কেবল কয়েকজন পেইড রিভিউয়ার বাদে! আরও অনেক দক্ষ অভিনেতা রয়েছেন, এটা যাঁদের আসল প্রাপ্য, কিন্তু তাঁদের কাছে না আছে টাকাপয়সা, না আছে পিআর টিম।”

এই পোস্ট ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। আর সেই বিতর্কে এবার নিজেই মুখ খুললেন অভিষেক বচ্চন। অত্যন্ত ভদ্র কিন্তু দৃঢ় সুরে তিনি জবাব দেন, “একটা বিষয় স্পষ্ট করে দিই, আমি জীবনে কোনও পুরস্কার কিনিনি, কোনও পিআর-ও করিনি। শুধু পরিশ্রম, ঘাম, আর চোখের জল ফেলে কাজটা করেছি। তবু আপনি হয়তো আমার কথায় বিশ্বাস করবেন না। তাই সবচেয়ে ভাল উপায় - আরও বেশি কাজ করা, আরও ভাল অভিনয় করা। যাতে ভবিষ্যতে আমার কোনও সাফল্য নিয়ে আপনাকে আর সন্দেহ করতে না হয়। আমি প্রমাণ করব আপনি ভুল। শ্রদ্ধা এবং সৌজন্য রইল।”

অভিষেকের এই উত্তর মুহূর্তেই ভাইরাল হয়। অনেকে তাঁর ভদ্র অথচ দৃঢ় প্রতিক্রিয়াকে 'ক্লাসি রিপ্লাই' বলে প্রশংসা করছেন।

উল্লেখ্য, 'আই ওয়ান্ট টু টক' মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছিল অভিষেকের অভিনয়। অনেকে তো তাঁকে “অমিতাভ বচ্চনের থেকেও ভাল অভিনেতা” বলে মন্তব্য করেছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Arijit Singh's live show will be held in Dhaka. Do you know how much money Arijit charges for a two-hour show? Read Next

বাংলাদেশে অরিজিতের কনসা...