জি বাংলার দুর্গা হয়ে টেলিভিশনে ফিরছেন ইধিকা পাল
এই সময়ের টক অফ দ্য টাউন নায়িকা ইধিকা পাল (Idhika Paul)। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ড শো হোক কিংবা ফিল্মের প্রিমিয়ার, সব জায়গাতেই ইধিকা আসা মানেই তৈরি হয় সেনসেশন। তাঁর শুরু কিন্তু ছোট পর্দা থেকেই। ইতিমধ্যে শাকিব খান থেকে দেবের নায়িকা হয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। দুই বাংলায় তাঁর অজস্র ভক্ত। তবে আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। না সিরিয়ালে নয়, সেপ্টেম্বরে মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে জি বাংলার দুর্গা হয়ে টেলিভিশনে ফিরছেন ইধিকা পাল।
'পিলু' ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় নতুন অবতারে আসছেন ইধিকা। সূত্রের খবর, জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে নাকি এবার ইধিকা পালকে দেখা যাবে। যদিও চ্যানেলের তরফে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।
ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। তবে এখনও শুরু হয়নি মহালয়ার শুটিং। খুব তাড়াতাড়ি নতুন অবতারে সামনে আসছে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ইনিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল।
ইধিকা পালের আগে জি বাংলার দুর্গা সাজার অফার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল। তিনি নাকি আগামী কিছু ছবি নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি। এরপর কৌশানি মুখোপাধ্যায়ের কাছে যায় অফার। তিনিও না করায় শেষ অবধি আপাতত চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। তবে ইধিকার মুখ অনেকটাই দেবীমুখের মতো আর এই প্রথম তিনি দুর্গা সাজছেন। যা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে স্টার জলসার মহালয়ার দুর্গা রূপে হাজির হবেন কোয়েল মল্লিক। কোয়েলের সঙ্গে টক্কর দিতে হবে ইধিকাকে।
দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারহিট। ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় 'খাদান'। 'প্রিয়তমা' ছবির মাধ্যমে ওপার বাংলার সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হন ইধিকা। বড়পর্দায় এটাই ছিল অভিনেত্রীর প্রথম কাজ। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে সোহম চক্রবর্তীর বিপরীতে থ্রিলার ঘরানার 'বহুরূপ' ছবিতে। এছাড়াও দেবের আসন্ন ছবি 'রঘু ডাকাত'-এও দেখা যাবে ইধিকাকে।
স্টার জলসায় কোয়েলের বিপরীতে 'মহাদেব'-এর ভূমিকায় থাকছেন 'পরশুরাম' ইন্দ্রজিৎ বসু। তবে এবার জি বাংলায় ইধিকার সঙ্গে শিব রূপে কে থাকছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। শোনা যাচ্ছে অভিষেক বসু থাকবেন মহাদেবের চরিত্রে।
ইধিকা নিজেকে প্রস্তুত করছেন দুর্গা রুপে। তিনি কতটা সফলতা পান সেটাই এখন দেখার।