রামায়ণে 'হনুমান' হচ্ছেন সানি দেওল
টানা শুটিংয়ের শেষে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সানি দেওল। ‘বর্ডার ২’-এর কাজ শেষ করে পাহাড়ে নির্জনে কাটাচ্ছেন কিছুটা সময়—তুষারে ঢাকা হিমাচলের কোলে। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। তবে এই পোস্টে প্রকৃতির চেয়ে বেশি নজর কেড়েছে সানির রূপান্তরিত চেহারা। অনেকেই বলছেন, এটি আসন্ন ‘রামায়ণ’-এ তাঁর হনুমান রূপের ইঙ্গিত।
ছবিতে দেখা যাচ্ছে, সানি দেওল একটি নীল সোয়েটশার্ট, ধূসর ট্রাউজার এবং টুপি পরে গাড়ির উপরে বসে আছেন। মুখে ক্লিন শেভ, চোখে পাহাড়ের প্রশান্তি। সঙ্গে জুড়ে দিয়েছেন হ্যান্স জিমারের একটি আবহসংগীত—এই জিমারই ‘রামায়ণ’-এর সংগীত পরিচালক।
পোস্টের ক্যাপশনে সানি লেখেন, "পর্বতশৃঙ্গের মধ্য দিয়ে জীবন একটি ঘূর্ণায়মান রাস্তা - নতুন চেহারা, নতুন দিক।" ক্যাপশনটি পাঠ করেই অনেক অনুরাগী আন্দাজ করছেন—এটি নিছক পাহাড়যাত্রা নয়, বরং 'রামায়ণ'-এর জন্য চরিত্র প্রস্তুতির এক ইঙ্গিত।
কমেন্টবক্সে একের পর এক ভক্ত মন্তব্য করেছেন, “হনুমানজির রোলের জন্য প্রস্তুতি চলছে”, “জয় শ্রীরাম”, “ড্যাশিং হনুমানজি”—এই ধরনের মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনেকেই বলছেন, সানির নতুন লুক একেবারে উপযুক্ত হনুমানের জন্য।
প্রসঙ্গত, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ ভগবান হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। নির্মাতা নমিত মালহোত্রার এই বড় বাজেটের ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ জাগিয়েছে। দু’ভাগে মুক্তি পাবে এই মহাকাব্যিক ছবি—প্রথম অংশ আসবে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭-এর দীপাবলিতে।
এই ছবির পাশাপাশি সানি দেওলকে ফের দেখা যাবে দেশাত্মবোধক ঘরানার সিনেমা ‘বর্ডার ২’-তেও। ১৯৯৭ সালের ব্লকবাস্টার 'বর্ডার'-এর সিক্যুয়েল এই ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং। এখানে সানির সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি। মুক্তির দিন ধার্য হয়েছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।