ধর্মেন্দ্রর জন্মদিনে মন কেমন করা পোস্ট হেমার
ধর্মেন্দ্রর জন্মদিনে (Dharmendra Birthday Wish) তাঁর কিছু ছবি শেয়ার করেছেন ‘ড্রিম গার্ল’ (Dream Girl)। সঙ্গে পোস্টে লিখেছেন “ধরমজি, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার প্রাণের মানুষ। তুমি চলে গিয়েছ, তারপর দুটো সপ্তাহ পার হয়ে গেল। আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। পারবও। কারণ আমি জানি তোমার আশীর্বাদ আর স্নেহ সব সময় আমার সঙ্গে থাকবে।”
হেমা আরও লেখেন, “আমাদের একসঙ্গে কাটানো দিনগুলো কোনও দিন মুছে যাবে না। সেই সব স্মৃতি আমাকে আজও শক্তি দেয়, শান্তি দেয়। আমাদের সুন্দর দাম্পত্যের জন্য ভগবানকে ধন্যবাদ। দুই মেয়ে, আর তাদের নিয়ে এত এত মুহূর্ত আজও হৃদয়ে অমলিন।”
জন্মদিনে স্বামীর উদ্দেশে প্রার্থনা জানিয়ে হেমা বলেন, “ঈশ্বর যেন তোমায় অশেষ শান্তি ও আনন্দ দান করেন। তোমার বিনয়, মানবিকতা আর মানুষের প্রতি ভালবাসাই তোমায় সবার থেকে আলাদা ও বিশেষ করে তোলে।”
পোস্টের সঙ্গে ধর্মেন্দ্রর সঙ্গে তোলা দু'টি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, “আমাদের একসঙ্গে সুখের মুহূর্ত।”
বাবাকে স্মরণ করে আগেই আবেগঘন পোস্ট দিয়েছেন সানি দেওল ও ইশা দেওল। সানি শেয়ার করেছেন একটি ভিডিও, আর ইশা পোস্ট করেছেন ধর্মেন্দ্রর বেশ কয়েকটি ছবি।
পর্দায় ধর্মেন্দ্রর রোম্যান্সে মুগ্ধ হয়েছেন এমন নারীর সংখ্যা কম না। কিন্তু বাস্তব জীবনে মন হারান হেমা মালিনীর প্রতি। সেখান থেকেই শুরু এক জটিল-আবেগভরা অধ্যায়। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে সংসার ছেড়ে যেতে চাননি ‘হি-ম্যান’ অভিনেতা। পরিবারের ইচ্ছাও ছিল— প্রকাশকে ত্যাগ করা চলবে না। সেই কারণেই হেমার সঙ্গে সম্পর্ককে মান্যতা দিতে ধর্মান্তরিত হয়ে বৈবাহিক বন্ধনে জড়ান তিনি।
দু’টি সম্পর্ককে সমান্তরালে ধরে রাখার মধ্যেও ছিল দোলাচল, দ্বন্দ্ব, প্রচ্ছন্ন টানাপড়েন। তবু প্রকাশের প্রতি অসম্মান দেখাননি হেমা। বরং সব সময়েই চেষ্টা করেছেন দূরত্ব বজায় রাখতে, যাতে কাউকে কোনও ভাবে অস্বস্তিতে না ফেলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই বলেছিলেন, তিনি কখনওই কারও পথে বাধা হয়ে দাঁড়াতে চাননি। তাঁর মতে, প্রেমে হিসেব-নিকেশ নয়— প্রেম মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। যেভাবে নিজেকে সমর্পণ করেছিলেন ধর্মেন্দ্রর কাছে।