ইভেন্টে ভিড়ের চাপে আটকে পড়লেন সামান্থা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। যেকোনও অনুষ্ঠানে তারকাদের ঘিরে উন্মত্ত ভিড় নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলি ফের উদ্বেগ বাড়াচ্ছে। কয়েকদিন আগেই অভিনেত্রী নিধি আগরওয়াল (Nidhi Agarwal) ভিড়ের চাপে হেনস্থার শিকার হয়েছিলেন। এবার একই ধরনের পরিস্থিতির মুখে পড়লেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিড়ের মাঝে তাঁকে কার্যত ঘিরে ফেলা হয় (Samantha gets mobbed), যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।
রবিবার হায়দরাবাদের একটি ইভেন্টে উপস্থিত ছিলেন সামান্থা রুথ প্রভু (Samantha at an event in Hyderabad)। মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎই তাঁকে ঘিরে ধরে বিশাল ভিড়। ভিডিও দেখেই স্পষ্ট বোঝা যায়, ভিড়ের চাপে নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া কার্যত এক পা-ও এগোতে পারছিলেন না তিনি (Samantha gets mobbed)। অন্যদিকে নিরাপত্তারক্ষীরা আপ্রাণ চেষ্টা করলেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। তবু পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক, সামান্থা হাসি মুখেই নিজেকে সামলান এবং শান্ত থাকার চেষ্টা করেন।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে রেডিট ও ইনস্টাগ্রামে। ভিডিওতে স্পষ্ট, ভিড় এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছিল যে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর বলে কিছুই মানা হচ্ছিল না।
ঘটনার পর উপস্থিত 'অনুরাগী' সাধারণ মানুষের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। অনেকেই এই ধরনের আচরণকে 'লজ্জাজনক' বলে আখ্যা দেন। এক ব্যবহারকারীর মন্তব্য, “এরকম ঘটনা বারবার ঘটছে, তবুও মানুষ সীমা ধরে রাখতে পারে না।” নেটিজেনদের একজন প্রশ্ন তোলেন, “আগের ঘটনাগুলো থেকে কি কিছুই শেখেননি আয়োজকরা?”
কেউ কেউ তারকাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন। দক্ষিণ ভারতে তারকাদের প্রতি অতিরিক্ত উন্মাদনা যে কতটা বিপজ্জনক হতে পারে, তার উদাহরণও তুলে ধরেছেন অনেকে। তাঁদের মতে, এই উন্মাদনা কখনও সাধারণ মানুষের, আবার কখনও তারকাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়।
কয়েকদিন আগেই হায়দরাবাদের একটি মলে নিজের সিনেমা ‘দ্য রাজা সাব’-এর গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হন নিধি আগরওয়াল।
ইভেন্টে নিধি পৌঁছালে ভক্তরা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানান। কিন্তু অনুষ্ঠান শেষে ফেরার পথে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকশো মানুষ নিধিকে চারপাশ থেকে ঘিরে ধরেছেন। ভিড়ের সুযোগ নিয়ে কিছু মানুষ তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন।