৫ লক্ষ রসগোল্লা বনাম ৫০০ কেজি লাড্ডু, বিহারে ফলপ্রকাশের আগে মিষ্টি বিতরণে টানটান লড়াই |
‘অসভ্যতা করবেন না’, মেজাজ হারিয়ে চিৎকার জয়ার
মেজাজ হারিয়ে চিৎকার জয়ার
জয়া বচ্চন, বলিউডের পাপারাৎজিদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, কম বেশি সকলেরই তা জানা। ক্যামেরা দেখলেই একপ্রকার মেজাজ হারান তিনি। যে ছবি একাধিকবার ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম হল না। আবারও বেজায় চটে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। মেয়েকে শ্বেতা বচ্চনকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানে পৌঁছতেই পূর্বের মতোই পাপারাজ্জিদের ভিড় ঘিরে ধরার ঘটনা ঘটে। সাদা পোশাক ও মাস্ক পরে গাড়ি থেকে নামতেই তাঁর ছবি তুলতে শুরু করেন ফটোগ্রাফাররা। অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতেই জয়া বচ্চনের সেই স্বভাবসিদ্ধ কড়া দৃষ্টি ফের একবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয়। শ্বেতা দ্রুত মাকে ভিতরে পৌঁছে দেন, কিন্তু পাপারাজ্জিদের ভিড়ে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে বেরনোর সময়ও পরিস্থিতি আরও তিক্ত হয়। ফটোগ্রাফারদের উদ্দেশে জয়া সরাসরি চিৎকার করে বসেন। তিনি বলেন, “আপনারা ছবি নিন, কিন্তু অসভ্যতা করবেন না। চুপ করে ছবি তুলুন, চলে যান। তার ওপর মন্তব্য করতেই থাকেন!” তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল।
জয়া বচ্চন বহুবার প্রকাশ্যে জানিয়েছেন যে, তিনি পাপারাজ্জিদের আচরণে বিরক্ত। সম্প্রতি নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’-তে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের ভিডিয়ো অনেক সময়ই ভুলভাবে উপস্থাপনা করা হয়। তাঁর কথায়, “তোমাদের যেমন স্বাধীনতা আছে, আমারও তো স্বাধীনতা থাকা উচিত—তাই না?” জয়ার উদ্দেশ্য স্পষ্ট—ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ তাঁকে ভীষণ বিরক্ত করে।
জয়া বচ্চনকে পর্দায় শেষ দেখা গিয়েছে করণ জোহরের ২০২৩ সালের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। সেই ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। আজ তিনি অসুস্থ। সেখানেও পাপারাৎজিদের ছবি তোলার হিড়িক দেখে মেজাজ হারান খোদ অমিতাভ বচ্চন। জয়ার মুখেও সেই বিরক্তি ছিল স্পষ্ট।